বীরভূমের মহম্মদবাজারে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর স্বামী তথা বিজেপির বুথ সহ-সভাপতি দিলাপ মাহারার খুনের ঘটনায় ক্রমেই বাড়ছে উত্তেজনা। ঘটনাস্থলে দেহ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় কর্মী সমর্থক ও গ্রামবাসীরা। ঘটনালস্থলে পুলিশ কুকুর এনেও তদন্ত করার দাবি জানাচ্ছেন তাঁরা। যার জেরে এখনও পর্যন্ত দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ।

Panchayat Election 2023 : সবংয়ে BJP নেতার ঝুলন্ত দেহ, নেপথ্যে TMC নেতাদের সঙ্গে কোন্দল?
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় সবজি বাজারে গিয়েছিলেন দিলীপ মাহার। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। এরপর আজ সকালে এলাকায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি, দিলীপবাবুর স্ত্রী তাঁর মনোনয়ন প্রত্যাহার না করার জন্যই খুন করা হয়েছে তাঁকে। দেহের পাশ থেকে একটি গুলির খোলও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ।

BJP West Bengal : বিজেপির পতাকায় কন্ডোম! ব্যাপক হইচই জলপাইগুড়িতে
এই বিষয়ে মৃত দিলীপ মাহারার ছেলে উৎপল মাহারা বলেন, ‘কাল সন্ধ্যেবেলা বাবা হাটে গিয়েছিল। রাত ৯টা-১০টার সময় যখন খুঁজতে যাই তখন বাবাকে দেখতে পাইনি। আমার মা বিজেপির প্রার্থী, সেই প্রার্থীপদ না তোলার জন্যই বাবাকে খুন করা হল। গলায় দড়ি দিয়ে খুন করা হয়েছে।’ ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা কালী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার।

Panchayat Election 2023 : দিনভর কোচবিহারে ‘গ্রাউন্ড জিরো রাজ্যপাল’! গেলেন নিহতদের বাড়িতে, কথা বিরোধীদের সঙ্গেও
ঘটনায় বিজেপি নেতা পিনাকি মণ্ডল বলেন, ‘সকালে জানতে পারি দিলীপ মাহারা মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে ছুটে আসি। কালী বন্দ্যোপাধ্যায়ের মদতে এটা হয়েছে। মাথায় দাগ রয়েছে, শরীরের চারিদিকেও দাগ রয়েছে, মাথার পাশ থেকে রক্ত বের হচ্ছে। ঘটনায় কেন্দ্রীয় তদন্তের দাবি জানাচ্ছি। প্রকৃত দোষীরা শাস্তি পাক।’ যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এটি স্বাভাবিক মৃত্যু। বিজেপি শুধুশুধুই এই ঘটনা নিয়ে রাজনীতি করছে।’

Uttar 24 Parganas : বোমা মেরে-কুপিয়ে বাউল শিল্পীকে খুনের অভিযোগ! নেপথ্যে রাজনীতি নাকি পারিবারিক শত্রুতা?
এদিকে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বাধা দেন বিজেপি কর্মী সমর্থক ও গ্রামবাসীরা। তাঁদের দাবি পুলিশ কুকুর এনে ঘটনার তদন্ত করতে হবে। দেহ রেখে বিক্ষোভ শুরু করেন তাঁরা। ঘটনার জেরে এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা।

WB Panchayat Violence: ‘কী রাজত্ব চলছে’! ‘আতঙ্কে’র মুখে প্রশ্ন তৃণমূল নেতার প্রশ্ন!

প্রসঙ্গত, মাঝে আর একটা দিন, তারপরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু হিংসা, অশান্তি ও মৃত্যুর ঘটনায় কোনওভাবেই লাগাম পরানো যাচ্ছে না। সেক্ষেত্রে নির্বাচনের আগেই যা পরিস্থিতি, ভোটের দিন তা কোন দিকে মোড় নেবে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ওয়াকিবহালমহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version