WB Panchayat 2023 : রাজ্যে সকাল থেকে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহন পর্ব। আর ভোটগ্রহন শুরু হওয়ার পর থেকেই জেলার দিকে দিকে দেখা গেল ভোটারদের লম্বা লাইন। সবাই সকাল সকাল নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হয়েছেন বুথমুখী। বেলা ১টা পর্যন্ত বড় কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি। প্রচণ্ড গরম উপেক্ষা করে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। মোটের উপর শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ পর্ব চলছে হাওড়া জেলাতে। সকাল থেকে ভোট দিতে ভোটারদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।

WB Panchayat Vote 2023 Live : যতকাণ্ড কোচবিহারে! BJP এজেন্টকে হত্যা-ব্যালটে জল, বোমাবাজিকে ঘিরে তুমুল অশান্তি
তবে কয়েকটি জায়গায় বিরোধী দল বাম সমর্থকদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যে ঘটনায় হাওড়ার ভোটে অশান্তি হয়েছে বলে জেলার বিরোধীরা দাবি করেছেন। যদিও ওই ঘটনাগুলিতে নির্বাচন কমিশনে কোনও অভিযোগ জমা পড়েনি বলে জানা গিয়েছে। যদিও উত্তেজনা দেখা দিয়েছে হাওড়া জেলার ডোমজুড়ে।

Dakshin Dinajpur News : গঙ্গারামপুরে ছাপ্পাভোটের প্রতিবাদের জের, ভোটারকে ‘কামড়’ TMC প্রার্থীর
জানা গিয়েছে, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুর হাই স্কুলে BJP প্রার্থীর এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ওই BJP এজেন্ট অভিযোগ করে বলেন, ‘এদিন সকালে আমি পোলিং এজেন্ট হিসেবে জগদীশপুর হাই স্কুলের বুথে কাজ শুরু করি।

Mahua Moitra : সাতসকালে ভোট মহুয়ার! হাসিমুখে বেরিয়ে তৃণমূল সাংসদ বললেন…
কিন্তু কিছুক্ষণ পরেই বেশ কিছু তৃণমূল কর্মী এসে আমাকে শাসায় ও বুথ থেকে বেরিয়ে যেতে বলে। আমি এই ঘটনার প্রতিবাদ করলে আমাকে মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়া হয়। পুলিশ থাকলেও কোনও পদক্ষেপ গ্রহন করেনি’। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কর্মীরা।

Murshidabad Panchayat Election : পুনরায় ভোটের দাবিতে পথ অবরোধ! ভোট কর্মীর গাড়ি ভাঙচুর, উত্তেজনা মুর্শিদাবাদে
এলাকার স্থানীয় এক তৃণমূল কর্মী বলেছেন, ‘মারধরের কোনও ঘটনা ঘটেনি। ওই পোলিং এজেন্ট ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। সেই কারণে আমরা প্রতিবাদ করি। সেই সঙ্গে কমিশনকে জানাই, আর কমিশন উপযুক্ত পদক্ষেপ গ্রহন করে তাঁকে বুথ থেকে বের করে দেয়’।

WB Panchayat Vote 2023 : ‘মেরুদণ্ডহীন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা হতাশাজনক’, অশান্তির আবহে সাফাই কুণালের
যদিও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন BJP প্রার্থী। এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। এই ঘটনা ছাড়া উলুবেড়িয়া থেকে শুরু করে হাওড়া গ্রামীণ এলাকায় ভোট গ্রহন শান্তিপূর্ণ রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Panchayat Election West Bengal Live: গ্রাম বাংলা কার? রায় দেবে জনতাসাধারণ মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। উলুবেড়িয়ার একটি প্রাথমিক স্কুলে ভোট দিতে এসে এক বৃদ্ধ বলেন, ‘সকালেই ভোট দিতে এলাম কারণ দুপুর গড়ালেই গরম বাড়বে। সেই সঙ্গে অশান্তির আশঙ্কাও থাকে। তাই সব কিছুর জন্যই তাড়াতাড়ি ভোট দিতে আসা’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version