West Bengal Electio News পঞ্চায়েত ভোটে লড়াই করার জন্য তিনি বিয়ে পিছিয়েছিলেন। এবার ভোটের দিন সুজাতা মণ্ডল জানালেন শান্তিপূর্ণভাবেই তাঁর এলাকায় নির্বাচন চলছে। আর নির্বাচনে লড়াই করার জন্য ‘বিশেষ মানুষ’-এর শুভেচ্ছাও পেয়েছেন তিনি, অকপট তৃণমূল নেত্রী।

একুশের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের প্রতীকে ভোটে লড়েছিলেন সুজাতা মণ্ডল। কিন্তু, জিততে পারেননি তিনি। যদিও সুজাতাতে তৃণমূলের আস্থা অটুট। বাঁকুড়ার ৪৪ নম্বর জেলা পরিষদ আসন থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে।

Panchayat Election 2023 : তৃণমূলের বিধায়ক-প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল মহিষাদলে! কটাক্ষ BJP-র
পঞ্চায়েতে শুধু নিজের জয় নয়, দলের ফলাফল নিয়েও আশাবাদী তিনি। সুজাতা বলেন, “মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। সকালের দিকে তো বুথে ব্যাপক ভিড় ছিল। দুপুরের সময় রান্নার একটা বিষয় থাকে। বেলা ১টার পর আবারও ভিড় বাড়বে বুথে বুথে।”

তিনি আরও বলেন, “বাঁকুড়া জেলা পরিষদে ৫৬টা সিট। তৃণমূল খুব কম হলেও ৪৫টি আসনে জয়ী হবে।” এদিকে পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির ছবি।

Anubrata Mondal : আলুপোস্ত-মুরগির ঝোল তৈরির ব্যস্ততা নেই, অনুব্রত-হীন বোলপুর পার্টি অফিসে ভোটভোজ আজ অতীত
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুজাতা বলেন, “যেখানে এই ঘটনা ঘটছে সেখানে হয়তো বিভিন্ন দলগুলির নিজেদের মধ্যে বনিবনা নেই। দলের নির্দেশ শান্তিপূর্ণ ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শান্তিপূর্ণভাবে ভোট করানোর বার্তা এসেছে। খুন দাঙ্গার রাজনীতি কোনও দলের কাছে কাম্য নয়। বামেদের সমর্থন নিয়ে হিংস্র হয়ে উঠেছে BJP। তৃণমূলের এতজন মারা গেলেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রতিশোধের কথা ভাবলে BJP রাস্তায় নামতে পারত না, CPM ঘরে থাকতে পারত না। আমাদের কথা বদলা নয়, বদল চাই। তবে আমাদের ভদ্রতাটা দুর্বলতা নয়।”

Mamata Banerjee : বিরোধীরা জিতে গেলেও আসবে তৃণমূলে: মমতা
এদিকে সুজাতা মণ্ডলের নির্বাচনে দাঁড়ানোর খবর সামনে আসার পরেই তাঁর দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন প্রাক্তন স্বামী তথা BJP সাংসদ সৌমিত্র খাঁ। সুজাতা অবশ্য দাবি করেছিলেন, এই সমস্ত মন্তব্য তিনি গায়ে মাখেন না। তাঁর জীবনে নতুন মানুষের প্রবেশ ঘটেছে।

ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি বিয়েও পিছিয়েছিলেন বলে জানিয়েছিলেন। এই ‘ভোট-যুদ্ধ’-এ সুজাতা মণ্ডলের পাশে আছেন কি সেই বিশেষ মানুষ? এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে সুজাতা সরাসরি ‘মনের মানুষ’ প্রসঙ্গ টানেননি।

WB Panchayat 2023 : আজ শান্তির ভোট? সবই তাঁদের ইচ্ছে
তিনি বলেন, “সকলেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আমার পাশে রয়েছে আমার পুরো পরিবার। এই লড়াইটা লড়ার জন্য তাঁদের এই সমর্থনটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version