রাজধানী এক্সপ্রেস অপহরণের মামলা গ্রেফতার হন একদা পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। ছত্রধরকে গ্রেফতার করে এনআইএ। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের দিনই ছত্রধরকে শর্তসাপেক্ষ জামিন দিল কলকাতা হাইকোর্ট। এই খবর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ছত্রধরের জামিন মামলার শুনানি ছিল। জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারপতি দেবানশু বসাকের ডিভিশন বেঞ্চ আদৌ বিচার শেষ হবে কি না, সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

Anisur Rahman : ভোটের মুখে প্যারোল সেই আনিসুরের, ক্ষুব্ধ হাইকোর্ট
আদালত জানিয়েছে, জামিন মিললেও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না ছত্রধর। এর পাশাপাশি সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে ছত্রধরকে। আদালতের নির্দেশ, দ্রুত এই ট্রায়াল শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা জজকে।

২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস অপহরণের ঘটনার ১১ বছর পর ২০২০ সালে এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। এই মামলায় এখনও অনেকে ফেরার বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের অনেককে ট্রায়ালে আদালতে পেশ করতে রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছে NIA। রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় এখনও আদালতে চার্জশিট দেয়নি আদালত। এই অবস্থায় ছত্রধরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত।

Anubrata Mondal Latest News : ১৮ জুলাই দিল্লি হাইকোর্টে জামিন মামলার শুনানি, ভালো খবরের আশায় কেষ্ট
বাম আমলের শেষদিকে আন্দোলনে মাওবাদী কার্যকলাপে উত্তপ্ত হয় জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা। একই সঙ্গে শিরোনামে উঠে আসে জনসাধারণের কমিটির নেতা ছত্রধরের নাম। বিভিন্ন সভা সমিতি থেকে শুরু করেছে মিছিল, বামফ্রন্ট সরকারে বিরুদ্ধে সরব হন ছত্রধর। জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনাতেও নাম জড়ায় ছত্রধরের। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেফতারির জন্য জঙ্গলমহলের এলাকা চষে ফেলছিল রাজ্য পুলিশ ও যৌথ বাহিনী।

Nawsad Siddiqui News : ‘ধর্ষণ’-এর মামলায় গ্রেফতারির আশঙ্কা? আগাম জামিন চেয়ে হাইকোর্টে নওশাদ
২০০৯ সালের সেপ্টেম্বরে ছত্রধরকে লালগড় থেকে গ্রেফতার তরে পুলিশ। রাজধানী এক্সপ্রেস অপহরণ, সিপিএম নেতা প্রবীর মাহাতোর খুন সহ একাধিক মামলা দায়ের হয়। তাঁর নামে ইউএপিএ ধারায়া মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ ১২ বছর জেলবন্দি থাকার পর ২০২০ সালের ২ ফেব্রুয়ারি মাসে মুক্তি পান তিনি। জেল থেকে ছাড়া পেয়েই ফের তৃণমূলে যোগ দেন ছত্রধর। জঙ্গলমহলে হারানো জমি ফিরে পেতে তাঁকে রাজ্যের সম্পাদক করে তৃণমূল। ফের তাঁকে গ্রেফতার করে এনআইএ। ছত্রধর এখন জেল থেকে কবে ছাড়া পান, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version