মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বীরভূমের সম্পর্ক বহু পুরনো দিনের। অতীত জীবনের কথা শোনানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতার মুখে একাধিকবার উঠে এসেছে বীরভূমের তাঁর মামাবাড়ির প্রসঙ্গ। শৈশবের অনেকটা সময় মপুরহাট মহকুমার কুসুম্বাগ্রামে কেটেছে মমতার। তৃণমূল সুপ্রিমোর মামাবাজ়ির গ্রামে পঞ্চায়েত ভোটে আজব ফলাফল।

কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের রয়েছে ২১ আসন। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই কুসুম্বা গ্রামে রয়েছে ৩টি পঞ্চায়েতের আসন। রাজ্যডজুড়ে তৃণমূলের বিজয়রথের মধ্যেই মমতার মামাবাড়ির গ্রামে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। তিনটির মধ্যে ২টি আসনে জিতেছেন বিজেপি প্রার্থীরা। একটি আসনে জিতেছে তৃণমূল। খোদ তৃণমূল সুপ্রিমোর গ্রামে বিজেপির জয় নিয়ে জলঘোলা শুরু হয়েছে।

Birbhum Panchayat Election Result : সত্যি হল কেষ্টর ভবিষ্যদ্বাণী! অনুব্রতহীন বীরভূমে সবুজ সুনামির ইঙ্গিত\
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় এখনও জীবিত, তিনি সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদু। ‘নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দিতে এসে কুসুম্বার এই বাড়তে এসেছিলেন অভিষেক। দীর্ঘক্ষণ মামার বাড়ির পরিবারের সঙ্গে তিনি কথা বলেন। সেই গ্রামে তৃণমূলের পরাজয় নিয়ে জেলা রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

অন্যদিকে প্রত্যেকবারই বাংলার ভোটে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বীরভূম। সৌজন্য জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এই প্রথম অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে নির্বাচন। গোরু পাচারকাণ্ডে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করে ইডিও। ওই মামলাতেই অনুব্রত এখন তিহাড় জেলে বন্দি। দক্ষ সংগঠক অনুব্রতর অনুপস্থিতির সুযোগ নিয়ে জমি দখলে ঝাঁপিয়ে পড়েছিল বিরোধীরা।

Bengal Panchayat Election Result Live: ৮টা থেকে শুরু গণনা, কড়া নিরাপত্তায় মোড়া গণনাকেন্দ্র
কুসুম্বা গ্রামে জিতলেও সামগ্রিকভাবে বীরভূমের ফলে কোনও প্রভাব ফেলতে পারল না বিজেপি, কংগ্রেস ও সিপিএমের মতো বিরোধী রাজনৈতিক দলগুলি। অনুব্রতর অনুপস্থিতিতেও কেষ্টর বীরভূমে জয়জয়কার বিরোধীদের। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, বীরভূমে অসংখ্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।

Anubrata Mondal : আলুপোস্ত-মুরগির ঝোল তৈরির ব্যস্ততা নেই, অনুব্রত-হীন বোলপুর পার্টি অফিসে ভোটভোজ আজ অতীত
শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫২ আসনের বীরভূম জেলা পরিষদের মধ্যে ১টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে বীরভূমের প্রভাবশালী বিজেপি নেতা দুধকুমার মণ্ডলও জয়ী হয়েছেন। এছাড়াও পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আসনে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থীরা। সম্পূর্ণ ফল প্রকাশের পর বীরভূমে তৃণমূল কতগুলি আসনে জেতে, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version