পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের ছবি ধরা পড়েছে। এর মধ্যেই নদিয়া ধরা পড়ল এক মর্মান্তিক ঘটনা। বোনের জয়লাভের আনন্দে বাজনা আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু দাদার। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ ব্লকের বড়কুলবেড়িয়া বাসস্ট্যান্ড এলাকায়। মৃতের নাম খোরসেদ আলম (২০)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খোরসেদের পিসতুতো বোন সুপ্রিয়া খাতুন এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে দেখা যায় বিরোধীদের হারিয়ে জিতে গিয়েছেন সুপ্রিয়া। বোনের জয়ে আনন্দ করার জন্য গাড়ি করে বাজনা নিয়ে আসছিলেন খোরসেদ। বাজনা নিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

Bengal Panchayat Election Result Live: ৮টা থেকে শুরু গণনা, কড়া নিরাপত্তায় মোড়া গণনাকেন্দ্র
গাড়ির দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই যুবক। স্থানীয় মানুষজন ওই যুবককে উদ্ধার করে কালীগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এক নিমেশে পরিবারের সদস্যের জয়ের আনন্দ বদলে গিয়েছে বিষাদে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা বলেন, ‘ওঁর পিসির মেয়ে এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোটে জিতেছিল। আনন্দে ভটভটি করে বাজনা আনতে গিয়েছিলেন খোরসেদ। বড়কুলবেড়িয়া বাসস্ট্যান্ডের কাছে একটি মোটর সাইকেলের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই এই যুবকের মৃত্যু হয়। খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের সবারই ভীষণ খারাপ লাগছে।’

Panchayat Vote : দেগঙ্গায় তৃণমূলের মিছিলে বোমা, প্রাণ গেল স্কুল ছাত্রের! এলাকায় উত্তেজনা
মৃত যুবকের পিসেমশাই বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে দিদির জয়ে ও খুবই আনন্দিত হয়েছিল। আনন্দে ভটভটি করে বক্স ভাড়া করতে গিয়েছিল। বক্স ভাড়া করে আসার পথে দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়। ভোটে জিতলেও এই দুর্ঘটনায় আমার মেয়ে খুবই মর্মাহত। ভাইয়ের মৃত্যু সে কোনওভাবেই মেনে নিয়ে পারছে না।’

West Bengal Panchayat Election 2023 Live : ভোটের দিন অন্য ছবি! হিংসা সরিয়ে ভাঙড়ে গোলাপ বিলি-ফুটবল ম্যাচ
নদিয়ার যুবকের দুর্ঘটনায় মৃত্যু হলেও পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতির হানাহানি ও সন্ত্রাস অব্যাহত। ভোট গণনার পর মঙ্গলবার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের পরিস্থিতি। পুলিশ ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে চলতে থাকে খণ্ডযুদ্ধ। এই ঘটনায় এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে সংঘর্ষে রাজু মোল্লা নামে স্থানীয় বাসিন্দা এক যুবকের মৃত্যু হয়েছে বলেই খবর। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতেও অব্যাহত ভোটপরবর্তী সন্ত্রাস। সেখানে এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূলকর্মী মৃত্যুর ঘটনায় অভিযোগের তির আইএসএফের দিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version