পঞ্চায়েত নির্বাচনের গণনা প্রায় অন্তিম পর্যায়ে। ফলাফলও অনেকটাই স্পষ্ট। ফের একবার বাংলায় সবুজ ঝড়ের ইঙ্গিত, অধিকাংশ জায়গায় জিতছে তৃণমূল। কিন্তু, ৮ জুলাই নির্বাচনের দিন দেদার হিংসার অভিযোগ তুলেছেন বিরোধীরা। বাংলাজুড়ে প্রাণ গিয়েছে ১৮ জনের। যদিও কমিশনের হিসাবে ভোটের দিনে মৃত ১০।

একদিকে যখন হিংসার অভিযোগ তুলছেন বিরোধীরা, সেই সময় সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কিছু কনস্টেবলের রাগের আস্ফালন মেশানো ভিডিয়ো। ‘অন্যায়ভাবে ডিউটি’ করানো হচ্ছে, কিছু ভিডিয়োতে এমনটাই দাবি করেছে তারা। এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

Sukanta Majumdar: ‘একদিনে ১৫ জনের মৃত্যু…’, কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে শাহকে চিঠি সুকান্তর
কী বলা হয়েছে এই ভাইরাল ভিডিয়োগুলিতে?

একটি ভিডিয়োয় কলকাতা পুলিশের উর্দিধারী এক ব্যক্তিকে দেখা গিয়েছে। তিনি নিজেকে সুকান্ত পাল, কলকাতা পুলিশের কনস্টেবল বলে দাবি করেছেন। ভিডিয়োটিতে তাঁকে বলতে শোনা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের রামচক গোপালচক বুথ ৩১-তে ডিউটি করছি। সাড়ে পাঁচটা নাগাদ ডিউটি শেষ হয়ে গিয়েছে। ফোন করে সাহায্য চেয়েও তিনি কোনও সুরাহা পাননি।

তাঁর গলায় শোনা যায়, “ভোট বন্ধ করে দিন। ইন্ডিয়ান আইডলে যেভাবে ভোট হয় সেভাবে করুন। এভাবে রক্তের খেলা বন্ধ করুন।”

Gram Panchayat Election WB : রাতেই বেলাগাম ছাপ্পা! ডায়মন্ড হারবারে ব্যালট পেপারে দাউদাউ আগুন
তাঁকে বলতে শোনা যায়, “যাঁরা গরিব কনস্টেবল তাঁরাই বলির পাঁঠা! যাঁরা VIP অফিসার তাঁরা ফোর্স নিয়ে ঘুরছেন। আমরা তালা বন্ধ করে অন্ধকার ঘরের মধ্যে ঢুকে রয়েছি। বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে। কোনও সাহায্য পাচ্ছি না। মানুষ রূপে জন্মে কি ভুল করেছি!” (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল)

মালদা জেলার পুখুরিয়া পুলিশ স্টেশনের সামনে কনস্টেবলদের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Kolkata Police: ভোট সন্ত্রাসে আক্রান্ত পুলিশ কর্মী, বেধড়ক মারে ভাঙল হাত-পা
যেখানে দেখা গিয়েছে, এক কনস্টেবল বলেন, “বামগোলা থানায় আমাদের প্রথমে আমাদের নিয়ে আসা হয়। সেখানে আমরা নির্বাচন ডিউটি করি। তারপর আমাদের কোনও লিখিত অর্ডার ছাড়া এখানে এনে ভোর থেকে পুনর্নির্বাচনের ডিউটি দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত ডিউটি করে রাইফেল জমা দিয়েছিলাম। কিন্তু, ডিউটি শেষ করার সময় লিখে দিতে বলায় তিনি পারবেন না বললেন। তিনি বললেন, আমরা চলে যাওয়ার পর লিখবেন।”

Panchayat Election Violence In West Bengal : হেমতাবাদে BJP কর্মীকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ‘খুন’! ধৃত সিভিক ভলান্টিয়ার
পাশাপাশি তিনি দাবি করেন, মহিলা কনস্টেবলদের জন্য রাতে ফেরার ব্যবস্থা করা হয়নি। (এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল)। এই ভিডিয়োগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version