রাজ্যে পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ হতেই একের পর এক জায়গা থেকে রাজনৈতিক হিংসার খবর পাওয়া যাচ্ছে। আর এই রাজনৈতিক হিংসা থেকে রেহাই পাচ্ছে না পশ্চিম মেদিনীপুর জেলাও। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা হওয়ার পরেই উত্তেজনা দেখা দিয়েছে বেলদার ব্রাহ্মণখলিশাতে। তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের পাশাপাশি বোমাবাজির অভিযোগ উঠেছে CPIM-এর বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুরের ব্রাহ্মণখলিশা এলাকায়।

West Bengal Panchayat Voting 2023 : তৃণমূল প্রার্থীর বাড়িতে CPIM-র হামলা! তাণ্ডব চালানোর অভিযোগ বারুইপুরে
তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের পাশাপাশি এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে CPIM-এর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার রাতে এলাকায় বোমাবাজির পাশাপাশি একাধিক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করে CPIM-এর কর্মী সমর্থকরা।

Uttar 24 Pargana Panchayat Result : গণনা শেষের পরও বিরাম নেই! ফলপ্রকাশের পরেও নিউ টাউনে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার
পাশাপাশি গুলি চালানোরও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি এলাকায় টহলদারি শুরু করেছে। ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এলাকায় আজও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বোমার সুতলি।

Nadia Panchayat Election : জেলাজুড়ে বেলাগাম সন্ত্রাস-খুন-অবাধ ছাপ্পা! নদিয়ায় প্রতিরোধে আমজনতা
দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে ব্রাহ্মণখলিশা গ্রামের বুথে তৃণমূলের জয়ের পর হামলার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে CPIM। বেলদার এক CPIM নেতা বলেছেন, ‘তৃণমূলের মারে ও হুমকির ভয়ে আমাদের কর্মীরাই ঘরছাড়া। আর যারা রয়েছেন তাঁরা বাইরে বেরোতে পারেন না।

Panchayat Election 2023 : ভাইয়ের হয়ে প্রচারে যাওয়ায় দোষ? দিনহাটায় BJP কর্মীর বাড়িতে পড়ল বোমা
তাই তৃণমূলের বিরুদ্ধে হামলার কোনও প্রশ্নই নেই। ওটা রিনমুলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ওরাই নিজেদের লোকের ওপর হামলা চালিয়েছে। যাতে এই খবর বাইরে প্রকাশ না পায়, তাই সুকৌশলে CPIM-এর উপর দোষ চাপানো হচ্ছে’। যদিও আক্রান্ত এক তৃণমূল কর্মী বলেছেন, ‘এই হামলা চালিয়েছে CPIM কর্মীরাই।

WB Panchayat Election Violence : থামল ২ দিনের লড়াই, ভোটের হিংসায় বোমার আঘাতে জখম CPIM কর্মীর মৃত্যু নদিয়ায়
আমরা তাঁদের চিনি। তাঁরা CPIM-এর হয়ে যত অপকর্ম করে থাকে। এই বিষয়ে পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে’। এদিকে, মিনাখাঁর ৪ নম্বর চৈতলে একাধিক BJP কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। প্রায় চারজন BJP কর্মীদের বাড়িতে ব্যাপক পরিমাণে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

বাড়ির জানালার কাঁচ, টিভি, আলমারি, রান্নার গ্যাস, সরঞ্জাম সহ বিভিন্ন জিনিসপত্র ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি আলমারি ভেঙে নগদ টাকা-পয়সা ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যায় বলে অভিযোগ। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করে BJP-র গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version