দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সোশ্যাল পোস্টে ফের শোরগোল রাজনৈতিক ময়দানে। শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পোস্টটি আসলে বিজেপির রাজ্যসভা প্রার্থী অনন্ত মহারাজকে নিয়ে করা বলে রাজনৈতিক মহলের দাবি। পোস্টে নাম না করে অনন্ত মহারাজকে ‘ধর্ষক’ বলে উল্লেখ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলে অভিযোগ। যদিও পরে মন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি মেনেও নেন ওই পোস্টে তিনি অনন্ত মহারাজের কথাই বলেছেন।

শনিবার উদয়ন গুহ সোশাল মিডিয়ায় পোস্ট দেন, “ওহে মহারাজ, শিষ্যের স্ত্রীকে করেছো ধর্ষণ। ছিঃ তুমি ধর্ষক। ” আর এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ” এর আগেও আমি বলেছি ও একজন ধর্ষক। ওঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা চলছে। আর এরকম একজন মানুষ পার্লামেন্টে যাচ্ছে এটা দুর্ভাগ্যজনক। কিছু বলার নেই।” যদিও গোটা বিষয়টি নিয়ে অনন্ত মহারাজের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Ananata Maharaj Controversy : অনন্ত মহারাজের নাম-পরিচয় নিয়ে বিতর্ক! রাজ্যসভার BJP প্রার্থীকে নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা

পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। বিজেপির সঙ্গে তাঁর সুসম্পর্ক দীর্ঘদিনের। আর এই সুসম্পর্কের কারণে আগে অসমে থাকলেও সম্প্রতি তৃণমূলের সঙ্গেও সম্পর্ক তৈরি হয়। আর এর ফলে তিনি কোচবিহারের প্রসাদপোম বাড়িতে থাকতে শুরু করেন। তাঁর অধীনে থাকা ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে তৃণমূল ও বিজেপি উভয়েই তার সঙ্গে যোগাযোগ রেখে চলে। এর আগে মহারাজের আমন্ত্রণে চিলারায়ের জন্ম দিবস উদযাপন অনুষ্ঠানে কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাজকে মাঝেমধ্যে নানাবিধ উপহার পাঠাতেন। তবে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে তার সুসম্পর্ক। আর এর জেরেই মহারাজ অনন্ত রায়কে রাজ্যসভার প্রার্থী করে বিজেপি।

Ananta Maharaj : রাজ্যসভা সাংসদ হয়েই গ্রেটার কোচবিহারের দাবি? মুখ খুললেন অনন্ত মহারাজ

তবে এই অনন্ত মহারাজকে বিভিন্ন সময়ে আক্রমণ করেন মন্ত্রী উদয়ন গুহ। এরই মধ্যে রাজ্যসভার প্রার্থী হওয়ার পর সেই আক্রমণের তীব্রতা চরম আকার নিয়েছে। জানা গিয়েছে, অসমের চিরাং জেলায় মহারাজার নামে একটি ধর্ষণের মামলা চলছে। সেই প্রসঙ্গ টেনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন “ওহে মহারাজ, শিষ্যের স্ত্রীকে করেছো ধর্ষণ। ছিঃ তুমি ধর্ষক।” যা নিয়ে বঙ্গরাজনীতিতে হইচই পড়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version