গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডল। গ্রেফতার তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। দুজনেই বন্দি দিল্লির তিহার জেলে। তবে এবার তাঁদের মধ্যে ‘মতবিরোধ’। আর তার জেরেই মামলা থেকে সরে দাঁড়ালেন সুকন্যা মণ্ডলের আইনজীবী অমিত কুমার। সূত্রের খবর, তিনি আর মামলা লড়তে চান না বলে ইতিমধ্যেই অনুব্রত কন্যাকে জানিয়ে দিয়েছেন অমিত কুমার।

গরু পাচার মামলায় প্রথমে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। পরে তাঁকে গ্রেফতার করে ইডিও। আবার কয়েক মাস পর গ্রেফতার করা হয় অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকেও। বাবার গ্রেফতারির ৮ মাস পর গত এপ্রিল মাসে গ্রেফতার করা হয় সুকন্যাকে। তিনি নানাভাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। অবশেষে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Sukanya Mondal : দেউলিয়া বলেও লাভ হল না, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আর্জি খারিজ
অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারিকে জেরা করে সুকন্যা মণ্ডল সম্পর্কে নানা তথ্য় পাওয়া যায়। এরপরই তাঁকে দিল্লিতে তলব করেছিল ইডি। তাঁকে অন্তত তিনবার জেরা করার জন্য় তলব করা হয়। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি। এদিকে ইডির কাছে সুকন্য়া সংক্রান্ত নানাবিধ বেনিয়মের খবর আসছিল। যার জেরে সুকন্যাকে ফের করা হয়। অবশেষে গত এপ্রিল মাসে দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছিল সুকন্যাকে। কিন্তু জিজ্ঞাসাবাদে বারবার বিভিন্ন প্রশ্নের উত্তর তিবি এড়িয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। তারপরেই সুকন্যাকে গ্রেফতার করা হয়।

Anubrata Mondal Daughter Sukanya : তিহাড়ে হঠাৎ অসুস্থ অনুব্রত কন্যা, নিয়ে যাওয়া হল হাসপাতালে
এদিকে গ্রেফতারের পর থেকে বারংবার খারিজ হয়েছে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। সদ্য সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনও খারিজ করেছে আদালত। সুকন্যা মণ্ডলের আইনজীবী দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তাঁর জামিনের জন্য আবেদন করেন। সেই মামলার শুনানি চলাকালীন ইডির আইনজীবী আদালতে বলেন, অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি জানিয়েছেন, সুকন্যা ব্যবসার দেখাশোনা করতেন এবং তাঁকেও নির্দেশ দিতেন। ইডির আইনজীবী আরও জানান, সুকন্যা শিক্ষিতা। তিনি কোনও বিষয় না জেনে সই করেছেন সেটা বিশ্বাসযোগ্য নয়।

Anubrata Mondal Daughter : গোরু পাচারের টাকা কোথায় বিনিয়োগ করা ঠিক হবে! বাবাকে বলতেন সুকন্যা, দাবি ED-র
যদিও সুকন্যা মণ্ডলের আইনজীবীর পালটা সওয়াল ছিল, গোরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছেন বিএসএফ আধিকারিক সতীশ কুমার। ধৃতের স্ত্রীর অ্যাকাউন্টে ১২ কোটি টাকার হদিশ পাওয়া গেলেও কেন তাঁকে গ্রেফতার করা হয়নি? এমনকী সিবিআই-এর চার্জশিটেও নাম রয়েছে সতীশের কিছু আত্মীয়র। সেক্ষেত্রে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে বলেই কি সুকন্যার গ্রেফতারি? যদিও আদালত শেষ পর্যন্ত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version