মহিলা সেজে জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৪ ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ। ডাকাতদলটির থেকে একটি পাইপগান ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বর্ধমান থানা সূত্রে খবর, ধৃতদের নাম বাপন সরকার, সুজিত দাস, সুদীপ দাস, সঞ্জু ঘোষ। অভিযুক্তরা বর্ধমান শহরের বেচারহাট, রথতলা আমবাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Siliguri Crime : রাজ্যে ঢুকে ডাকাতি, ধরা পড়ল পাদরি গ্যাংয়ের ২ দুই সদস্য! শিলিগুড়ি তোলপাড়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের যানবাহনের উপর মহিলা সেজে ডাকাতি চালাত এই ডাকাতদলটি। সোমবার ভোররাতে জাতীয় সড়কের চার্নক হোটেলের পাশে একটি নির্জন জায়গায় ৮ থেকে ৯ জনের দল জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

বেশ কয়েকদিন ধরে এই ডাকাতদলটিকে নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছিল। জানা গিয়েছে মহিলাদের বেশে সেজে জাতীয় সড়কে যাতায়াতকারী গাড়িগুলির থেকে ডাকাতি করত। সোমবারও ডাকাতির পরিকল্পনায় দলটি সেখানে জড়ো হয়েছিল বলে অনুমান পুলিশের। এই দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারির চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Bankura News : পাচারের আগেই বাঁকুড়ার উদ্ধার ৩ নাবালিকা, গ্রেফতার এক মহিলা
ডিএসপি ট্রাফিক টু রাকেশ চৌধুরী এই গ্রেফতারির ঘটনা প্রসঙ্গে বলেন, ‘সূত্র মারফত রবিবার রাতে আমাদের কাছে খবর আসে যে ডাকতির উদ্দেশে একটি দল চার্নক হোটেলের কাছে জড়ো হয়েছে। আমরা সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছি। তাদের গ্রেফতারির পর আমরা জানতে পারি যে এরা অতীতে অপরাধের সঙ্গে জড়িত ছিল। জাতীয় সড়কে ডাকাতিই এদের মূল্য উদ্দেশ্য। এদের থেকে বেশি কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

Raju Jha : কী ভাবে খুন রাজু ঝা-কে? চার্জশিটে জানাল SIT
ডাকাতদের চাঞ্চল্যকর পরিকল্পনার কথা ফাঁস করেছে পুলিশ। তিনি বলেন, ‘এই ডাকাতদল মূলত হাইওয়ের উপর চলা লরির চালকদের নিশানা করতে। দলের একজন মহিলার বেশে লরি থামাত এবং চালক ও খালাসিদের থেকে সব ছিনতাই করে এবং ডাকাতি করে। আপাতত এই তথ্য পেয়েছি। হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করলে বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে বলেই আমাদের অনুমান। এখন আর কারা জড়িত, খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানতে পেরেছি, সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিল। আমরা যাওয়ার পর তাঁরা সেখান থেকে চম্পট দেয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version