Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তৃণমূলকে ফাঁসাতে নিজেদের পার্টি কর্মীকে দিয়েই বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন CPIM প্রার্থী সুশান্ত মণ্ডল, অভিযোগ উঠল এমনই। আর বোমা মারার ঘটনায় গ্রেফতার হওয়ার পর CPIM কর্মী রাম সরকার নিজেই পুলিশের কাছে দলেরম প্রার্থীর গোটা পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছেন। আর তা জানতে পেরেই ঘরবাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে গেলেও শেষ রক্ষা হল না CPIM প্রার্থীর।

উত্তর ২৪ পরগনার ঘোলা এলাকা থেকে CPIM প্রার্থী সুশান্ত মণ্ডলকে গ্রেফতার করে জামালপুর থানার পুলিশ। আজ তাঁকে বর্ধমান আদালতে তোলা হয়। ধৃত CPIM কর্মী রাম সরকারের মা পুষ্প সরকার দাবি করে বলেন, ‘সুশান্ত বোমা দিয়ে তাঁর বাড়িতে বোমা মারতে বলে। আমার ছেলে অনেকদিন আগে থেকে CPIM করত।’

WB Panchayet Election Result: গণনার দিন সকাল থেকেই জেলায় জেলায় অশান্তি, CPIM প্রার্থীকে অপহরণের অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এবারের পঞ্চায়েত নির্বাচনে জামালপুর ১ পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথে CPIM প্রার্থী ছিলেন সুশান্ত মণ্ডল। আর তাঁর স্ত্রী দেবিকা দেবনাথ একই পঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথে CPIM প্রার্থী ছিলেন। এই দম্পতির বাড়ি জামালপুরের উত্তর মোহনপুর গ্রামে। একই গ্রামে বসবাস করেন পেশায় ফুচকা বিক্রেতা রাম সরকার।

CPIM প্রার্থী দম্পতির ভোটের, প্রচার দেওয়াল লিখন সহ নানা কাজে উত্তর মোহনপুর ও তার সংলগ্ন জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বেশকিছু CPIM কর্মী ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁদেরই মধ্যে রাম সরকার অন্যতম একজন। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাঁদের বাড়িতে বোমা মেরেছে, এমন অভিযোগ এনে গত ২৫ জুন সকাল থেকে তোলপাড় ফেলে দেন CPIM প্রার্থী ওই দম্পতি।

Uttar 24 Parganas Panchayat Result : নির্দলের কাছে হার! ফলাফল না মেনে ব্যালট পেপার পুকুরে ফেলল তৃণমূল প্রার্থীর এজেন্ট
ওইদিনই পার্টির প্যাডে CPIM জামালপুর ১ এরিয়া কমিটির সম্পাদক সুকুমার মিত্র জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। CPIM নেতার কাছ থেকে এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে জামালপুর থানার পুলিশ। মামলা রুজু করে পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন ভাবে খোঁজ খবর চালিয়ে জানতে পারে, উত্তর মোহনপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে রাম সরকার CPIM প্রার্থীর বাড়িতে বোমাকাণ্ডে জড়িত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় রাম স্বীকার করেন সুশান্ত তাঁকে কালো প্লাস্টিকে করে তিনটে বোমা দিয়ে তাঁর বাড়িতে মারতে বলেন। এরপরই জামালপুর থানার পুলিশ রামকে গ্রেফতার করে ও আজকে CPIM প্রার্থী সুশান্ত মণ্ডলকে গ্রেফতার করে।

Uttar 24 Pargana Panchayat Result : গণনা শেষের পরও বিরাম নেই! ফলপ্রকাশের পরেও নিউ টাউনে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার
ই বিষয়ে রাজ্য তৃণমূলের অন্যতম মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন, ‘যে বোমা মেরেছে CPIM প্রার্থীর বাড়িতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি স্বীকার করেছেন CPIM প্রার্থী তাঁর নিজের বাড়িতে বোমা মারতে বলেন। এর থেকে প্রমানিত হয় এলাকায় অশান্তি ও উত্তেজনা ছড়ানোর জন্য CPIM নিজেদের মধ্যে পরিকল্পনা করে এটা করেছে। এর থেকে বোঝা যায় কিভাবে বাংলাকে অশান্ত করতে চেয়েছিল তাঁরা।’

আর CPIM নেতা সুকুমার মিত্র এদিন বলেন, ‘আদালতের বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করব না। তবে যা শুনছি, ঘটনা যদি তাই হয় তবে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version