পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন। এবার শুরু হবে ত্রিস্তর পঞ্চায়েত বোর্ড গঠনের প্রক্রিয়া। এক্ষত্রে ওবিসি সংরক্ষিত নদিয়া জেলা পরিষদের সভাধিপতি পদে কে বসতে চলেছেন, তাই নিয়ে চলছে চোর জল্পনা। ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম ভেসে আসছে সভাধিপতি পদের ক্ষেত্রে। তাঁদের মধ্যে এগিয়ে গতবছরের বিদায়ী সভাধিপতি তথা তৃণমূল নেত্রী রিক্তা কুণ্ডু। এছাড়া ওবিসি সংরক্ষিত হওয়ায় এগিয়ে রয়েছে তারান্নুম সুলতানা মীরও। তবে স্বচ্ছ ভাবমূর্তির দিক থেকে যদি বিচার করা হয় তাহলে নতুন মুখ দেখা যেতে পারে এবারের নদিয়া জেলা পরিষদের সভাধিপতির চেয়ারে।

ইতিমধ্যেই রিক্তা কুণ্ডুর বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিগত পাঁচ বছরে তাঁর ব্যক্তিগত সম্পত্তি নাকি বহু গুণ বৃদ্ধি পেয়েছে বলেই দাবি বিরোধীদের। অন্যদিকে তারান্নুম সুলতানা মীরকে তাঁর নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় দাঁড় করায় দল। তাঁকে টিকিট দেওয়ার ক্ষেত্রেও বিস্তর জলঘোলা হয়েছিল। সূত্রের খবর, নবদ্বীপের তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা সুমধুর নয়। তাছাড়াও তারান্নুম সুলতানা মীরের নিজের এলাকায় পঞ্চায়েত এবার হাতছাড়া হয়েছে। সেই কোপও তাঁর ওপর পড়তে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

Paschim Medinipur Zilla Parishad : উত্তরার হাতেই থাকবে রাশ না নতুন কেউ দায়িত্বে? পঃ মেদিনীপুরের সভাধিপতি পদ নিয়ে জোর জল্পনা
নদিয়া জেলা পরিষদের ক্ষেত্রে এখনও পর্যন্ত সভাধিপতির দাবিদার রিক্তা কুণ্ডু এবং তারান্নুম সুলতানা মীর। তবে এই দু’জনকে সভাধিপতি না করে নতুন মুখ দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই বিষয়ে জেলার একমাত্র মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের যে কোনও পদ ঠিক করে উচ্চ নেতৃত্ব। নদিয়া জেলা পরিষদের সভাধিপতির ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। সেটা সিদ্ধান্ত নেবে দল। স্বচ্ছ ভাবমূর্তি, যাঁর বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তাঁকেই দেওয়া হবে সভাধিপতির চেয়ার।

Paschim Bardhaman TMC : বিরোধীশূন্য জেলা পরিষদে আস্থা কি সুভদ্রার স্বামীর উপরে? সভাধিপতি পদ নিয়ে জোর গুঞ্জন পঃবর্ধমানে
অন্যদিকে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল জানান, কে সভাধিপতি হবে বা কাকে দায়িত্ব দেওয়া হবে তা তো জেলা থেকে ঠিক হয় না, খোদ দলনেত্রী এই বিষয়টি দেখছেন। তিনি যথাসময়ে ঘোষণা করবেন কে সভাধিপতি হবে। তবে বিশ্বস্ত সূত্রে খবর, এবারে দলীয় প্রার্থী বাছাই এর সঙ্গে সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের পদ নিয়েও বিস্তর পরিবর্তন আনতে চলেছে দল। পুরনোদের অনেককেই সম্ভবত পদ দেওয়া হচ্ছে না এবারে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের ক্ষেত্রেও নতুন মুখ তুলে আনার চেষ্টা করছে দল। তবে নদিয়া জেলা পরিষদের সভাধিপতির আসন এবার সংরক্ষিত হওয়ায়, পুরনো এই দু’জন ছাড়া নতুন কোনও মুখ এনেও চমক দিতে পারে দলের উচ্চ নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version