দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় তার নাম। তার নামে অন্তত ১০টি মামলা। সেই জঙ্গির খোঁজে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, সে তো বটেই, তার স্ত্রীর নামেও ভারতীয় পাসপোর্ট রয়েছে। অথচ আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (আকিস)-এর পান্ডা ইকরামুল হক ওরফে আবু তালহা ও তার স্ত্রী ফারিহা আফরিন অনিকা বাংলাদেশের নাগরিক।
তদন্তে নেমে গোয়েন্দারা দেখেন, আফরিন ওরফে মরিয়ম খাতুনের ‘বাবা’, কোচবিহারের নান্নু মিয়াঁ পলাতক। ভারতের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মরিয়ম খাতুনের পাসপোর্টে তার বাবার নাম নান্নু মিয়াঁ। গোয়েন্দারা জানতে পারেন, মরিয়য় নামে কোনও কন্যাসন্তান কোনও দিনই নান্নুর ছিল না। তার পর তদন্তে বেরোয়, এই মরিয়মও বাংলাদেশের নাগরিক। মাস দুয়েক আগে গোয়েন্দাদের জালে পড়া নান্নুকে জেরা করে জানা যায়, সে আকিস-এর স্লিপার সেলের সদস্য।
ঢাকায় সস্ত্রীক গ্রেপ্তার হওয়া তালহা এখন বাংলাদেশ পুলিশের হেফাজতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এবং রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) তালহাকে জেরা করে আকিস-এর স্লিপার সেল সম্পর্কে আরও তথ্য পেতে চায়। আপাতত রাজ্য পুলিশ জেনেছে, ভুয়ো নথি দিয়ে বাংলাদেশি জঙ্গিদের ভারতীয় পরিচয়পত্র তৈরি করার মাস্টারমাইন্ড ছিল নান্নু।
গত বছরের অগস্টে এসটিএফ উত্তর ২৪ পরগনার শাসন এলাকা থেকে আব্দুর রাকিব সরকার ওরফে হাবিবুল্লাকে গ্রেপ্তার করে। সে ছিল পশ্চিমবঙ্গে আকিস-এর চাঁই। তাকে জেরা করে আবু তালহার বিষয়ে জানতে পারে এসটিএফ। তালহা এ দেশে সব ক’টি রাজ্যে আকিস-এর সংগঠন সামলালেও আধার কার্ড এবং পাসপোর্টে তার ঠিকানা ছিল কোচবিহারের সিঙ্গিমারির মদনকুরা গ্রাম। তার স্ত্রী আফরিন ওরফে মরিয়মের ঠিকানাও তা-ই।
মদনকুরা গ্রামে গিয়ে যায় তদন্তকারীরা জানতে পারেন, আকিস-এর স্লিপার সেল-এর কথা। তদন্তে জানা যায়, মদনকুরা গ্রামের এই নান্নু মিয়াঁ তালহার অত্যন্ত বিশ্বাসভাজন। বাংলাদেশ থেকে ভারতে আসা জঙ্গিদের আশ্রয়ের ব্যবস্থা করত নান্নু। তবে নান্নুর প্রধান দায়িত্ব ছিল, বাংলাদেশের নাগরিক ওই জঙ্গিদের ভারতীয় হিসেবে দেখিয়ে সেই মর্মে পরিচয়পত্র তৈরি করে দেওয়া।
সেই জন্য নান্নু ভুয়ো নথিও জোগাড় করত। কোচবিহারের বিভিন্ন গ্রামের ঠিকানায় আধার কার্ড তৈরি করা হতো জঙ্গিদের নামে। এই রাজ্য তো বটেই, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অসম এবং ত্রিপুরায় ধরা পড়া আকিস-এর বেশ কয়েক জন সদস্য, বাংলাদেশের নাগরিকদের আধার কার্ড ও পাসপোর্ট তৈরিতেও নান্নুর হাতযশ রয়েছে বলে গোয়েন্দারা জেনেছেন।