এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত ভোট পরবর্তী হিংসা। পঞ্চায়েত ভোট ঘোষণার পর জায়গায় জায়গায় পাঠানো হয়েছিল সাদা থান, মিষ্টি, ধূপকাঠি। সেই ধারা বজায় রেখে ভোটের পরেও এবার তৃণমূল কর্মীর বাড়ির দরজার মুখে রাতের অন্ধকারে সাদা ধুতি, সাদা ফুলের মালা, এবং চিতা জ্বালানোর একটি ছবি রেখে দেওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতর। এরপর থেকেই আতঙ্কে রয়েছেন ওই তৃণমূল কর্মী ও তাঁর পরিবার।

Paschim Medinipur Panchayat Result : ফল ঘোষণা হতেই উত্তপ্ত বেলদা, তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ CPIM-এর বিরুদ্ধে
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৭ নম্বর বুথে। নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৭ নম্বর বুথে তৃণমূল কর্মী তরুণ জানার বাড়ির উঠোনে সকালে সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর একটি ছবি দেখতে পান ওই তৃণমূল কর্মীর পরিবারের লোকজন।

WB Panchayat Election Violence : শান্তিপুরে ব্যাপক বোমাবাজি, এলাকায় শান্তি ফেরাতে টহল কেন্দ্রীয় বাহিনীর
এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতর। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৭ নম্বর বুথের তৃণমূল কর্মী তরুণ জানা এই বিষয়ে অভিযোগ করে বলেন, ‘পঞ্চায়েত ভোটের আগে থেকেই স্থানীয় BJP কর্মীদের কাছ থেকে নানান হুমকি এসেছিল আমার কাছে।

Trinamool Congress : রাতের অন্ধকারে BJP-র জয়ী প্রার্থীর তৃণমূলে যোগদান! ঘটনায় বিতর্ক মালদায়
তারপরেই আজ অর্থাৎ মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজা খুলেই আমার পরিবারের লোকেরা দেখেন উঠোনে সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর একটি ফটো পড়ে রয়েছে’। এই বিষয়ে তৃণমূল কর্মী তরুণ জানা দাবি করেন, ‘২৫৭ নম্বর বুথের BJP -র হার্মাদ বাহিনী এভাবেই আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে’।

Post Poll Violence : BJP-র পোলিং এজেন্টের বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা, উত্তেজনা বনগাঁয়
এই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কাকদ্বীপ পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী। তবে গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রয়েছেন ওই তৃণমূল কর্মী ও তাঁর পরিবার। পাশাপাশি ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। নামখানা ব্লকের এক তৃণমূলে নেতা বলেন, ‘এখানে আসলে BJP -র কোনও অস্তিত্বই নেই। তাই ওরা কিছু গুণ্ডাবাহিনী পুষে রেখেছে যারা এই সমস্ত কাজ করছে। তৃণমূলের কাছে নামখানায় ব্যাপকভাবে হেরেছে BJP। তাই আক্রোশ দেখিয়ে এই ধরনের কুকাজ করছে’।

WB Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা অব্যাহত! বাসন্তীতে RSP কর্মীর বাড়িতে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
যদিও BJP-র মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য এই ঘটনা সম্পর্কে বলেছেন, ‘এই কুৎসার রাজনীতির সঙ্গে যুক্ত নয় BJP। এটা BJP পছন্দ করে না। এটা হয় পারিবারিক গণ্ডগোল অথবা তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পুলিশ এই ঘটনার তদন্ত করুক’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version