এই সময়: ধান সংগ্রহে গতি বাড়াতে আপাতত ‘বায়োমেট্রিক স্ক্যানিং’ ব্যবস্থা স্থগিত রাখছে রাজ্য। একলপ্তে একজন কৃষকের থেকে সর্বোচ্চ ৪৫ কুইন্টাল নয়, ৯০ কুইন্টাল পর্যন্ত ধান কেনা যাবে। ফলে ধান কেনার সময়ে কৃষকের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইলে আসা ওটিপির সাহায্য নিতে হবে না। সরকার যাতে প্রকৃত কৃষকের থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করতে পারে, সে জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল।

Manipur Crisis : হিংসার জেরে বন্ধ চাষাবাদ, চরম খাদ্য সংকটের মুখে পড়তে চলেছে মণিপুর?
কারণ দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল রাজ্য সরকার প্রকৃত কৃষকের বদলে দালালদের থেকে ধান সংগ্রহ করছে। প্রত্যন্ত এলাকার ক্ষুদ্র চাষিরা এই দালালদের কম দামে ধান বিক্রি করতে বাধ্য হতেন। তাই অনেকের আশঙ্কা, বায়োমেট্রিক স্ক্যানিং ব্যবস্থা তুলে নেওয়ায় দালালচক্রের রমরমা আবার ফিরে আসতে পারে।

Bankura Agriculture News : সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের অভিনব উদ্যোগ, চাষিদের জন্য বিশেষ ব্যবস্থা বাঁকুড়ায়
যদিও প্রশাসনের বক্তব্য, তেমনটা হবে না। কেননা, কড়া নজরদারির ব্যবস্থা থাকছে। বায়োমেট্রিক ব্যবস্থা তুলে নেওয়ার যুক্তি রাজ্য খাদ্য দপ্তরের আধিকারিকরা বলছেন, কেন্দ্র এত দিন ‘ওপেন সেল স্কিম’-এ রাজ্যের থেকে ধান কিনত। সেই ধানই ঘুরে আসত রেশনে। কিন্তু কেন্দ্র এখন ধান কেনাই বন্ধ করে দিয়েছে। অথচ রাজ্যের রেশন ব্যবস্থাকে বাঁচাতে দ্রুত ধান সংগ্রহ প্রয়োজন। তাই বায়োমেট্রিক স্ক্যানিং তুলে নেওয়ার সিদ্ধান্ত।

Bankura Weather : বৃষ্টির অভাবে কৃষিকাজে কোপ, মাথায় হাত বাঁকুড়ার চাষিদের
কেন্দ্রের সিদ্ধান্তের জন্যই গত এপ্রিল থেকে ধান সংগ্রহের কাজ গতি হারাতে শুরু করে। বিষয়টি নজরে আসতেই স্বনির্ভর গোষ্ঠী, প্রাইমারি অ্যাগ্রিকালচার কো-অপারেটিভ সোসাইটিগুলিকে কাজে লাগিয়ে সরাসরি কৃষকদের থেকে ধান সংগ্রহ শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেয় নবান্ন। বলা হয়, ধান কেনার জন্য বেশি সংখ্যায় শিবির খুলতে হবে। একেক গ্রামে সাত দিনের বদলে দশ দিন করে টানা শিবির খোলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ১৪ জুলাই পর্যন্ত এ কাজের বিশেষ অগ্রগতি না হওয়ায় নবান্ন রীতিমতো বিরক্ত।

Rice Price Hike: বিশ্ব বাজারে অগ্নিমূল্য চাল, ভারতেও দামি হচ্ছে একমুঠো গরম ভাত?
নবান্নের নির্দেশ, প্রত্যন্ত গ্রামে গিয়ে অন্তত দিনে দুই থেকে তিনটি শিবির খুলতে হবে। খাদ্য দপ্তর জানিয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম ইতিমধ্যেই ন্যূনতম সংগ্রহমূল্যে প্রায় ৫০ লক্ষ টন ধান কিনেছে। তবে তা যথেষ্ট নয় বলে নবান্ন সূত্রের বক্তব্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version