আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কিছুদিনের জন্য একটি নিম্নচাপের প্রভাব পড়তে পারে। নিম্নচাপের ফলে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, গোপালপুরের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে। ফলত, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত আগামী সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গে গোটা জুলাই মাস ধরে বৃষ্টির ঘাটতি কমবে কিনা তা এখনই পরিষ্কার নয়। এমনিতেই রাজ্যের অনেকে দেরিতে প্রবেশ করছে বর্ষা। তার উপর গোটা জুলাই মাস ধরেই গোটা দক্ষিণ বঞ্চ জুড়ে বর্ষার অনেকটাই ঘাটতি রয়েছে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, দুই ২৪ পরগনা এবং মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে সোমবার থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার দিনভর উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও এদিন একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩১ থেকে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি।
নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উপর সরাসরি প্রভাব না পড়লেও সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। যে কারণে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার ছুটির দিনে দিনভর মেঘলা আকাশ ছিল দুই ২৪ পরগনা জেলাতেই। তার সঙ্গে ছিল মাঝারি পরিমাণের বৃষ্টি। তবে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় খুব একটা কমতে দেখা যায়নি।