ব্যাগ ভর্তি গুলি বিক্রি করতে এসে গ্রেফতার BJP নেতা। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর এলাকায়। ধৃতদের রবিবার বারাসত আদালতে তোলা হয়। তবে বিষয়টির পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি বিজেপি নেতার। জানা গিয়েছে, শনিবার রাতে বাইকে চেপে ব্যাগ ভর্তি করে গুলি বিক্রি করার চেষ্টা করছিল ওই দুই ব্যক্তি। গুলি বিক্রির অভিযোগে গ্রেফতার হয় অভিযুক্ত দু’জন। দুইজনের কাছ থেকে উদ্ধার হয় ৪০ রাউন্ড গুলি। দু’জনকেই হাতেনাতে ধরে ফেলে পুলিশ। গুলি পাচার করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের।

Panchayat Election 2023: &amp#39;এই জয় চাই না&amp#39;, ভোট হিংসার প্রতিবাদে সার্টিফিকেট নিতে নারাজ তৃণমূল প্রার্থী
পুলিশ সূত্রে জানা যায়, অশোকনগর সেনডাঙার বাসিন্দা বিজেপি নেতা বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। দুজনে একটি পালসার বাইকে করে প্রায় ৪০ রাউন্ড গুলি নিয়ে গোবরডাঙ্গা থানার প্রতাপনগর এলাকায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে মসলন্দপুর ফাঁড়ির অফিসার রাখে হরি ঘোষের নেতৃত্বে পুলিশ ওই দুজনকে আটক করে।

Dakshin 24 Pargana News : পঞ্চায়েত নির্বাচনের হারের জের! পরাজিত BJP প্রার্থীর মাছের ভেড়িতে বিষ প্রয়োগের অভিযোগ
অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করে ৪০ রাউন্ড গুলি। ধৃতদের রবিবার বারাসাত আদালতে পাঠানো হয়। যদিও বিজেপি নেতার দাবি, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সেনডাঙ্গা এলাকায় বেশ খারাপ ফল হয়েছে তৃণমূলের। সেই কারণেই প্রতিশোধ নিতে পুলিশকে দিয়ে ফাঁসানো হয়েছে এমনটাই স্থানীয় বিজেপি নেতৃত্ব জানায়।

Ballot Eaten By TMC : পড়ুয়ারা রাজনীতির শিকার? ব্যালট ভক্ষণ নিয়ে অশোকনগর স্কুলে প্রতিবাদের ঘটনায় নতুন বিতর্ক
এত পরিমাণ গুলি একসঙ্গে কোথায় বিক্রি করা হতো না কার কাছে পাচার করা হতো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রাজ্যের কীভাবে ৩৫৫ ধারা জারি করা যায় সে বিষয়ে একটি মন্তব্য শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। পঞ্চায়েত নির্বাচনে শুরু থেকেই রাজ্যে অশান্তি পাকিয়ে আসছে বিজেপি। তারই প্রমান এই ঘটনা।

WB Panchayat Ballot Eating Incident : ব্য়ালট চেবানোর ব্লকে ভূতেও দিয়েছে ভোট! বিডিওকে তলব!

অন্যান্য জেলার ন্যায় উত্তর ২৪ পরগনা জেলাতেও একাধিক হিংসার ঘটনা ঘটে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। একাধিক রাজনৈতিক কর্মীর প্রাণহানি হয়। গুলি, বোমা উদ্ধারের ঘটনা লেগেই রয়েছে বিগত কয়েক মাস ধরে। তার মধ্যে স্থানীয় বিজেপি নেতার কাছ থেকে এই গুলি উদ্ধারের ঘটনা জেলা বিজেপি নেতৃত্বকে অস্বস্তির মধ্যেই পড়ল বলে ধারণা অনেকেরই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version