এই সময়: সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন ভুয়ো খবর ছড়িয়ে পড়ে প্রবল গতিতে। অনেক সময়ে এর জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে মৃত্যু পর্যন্ত হয়। রাজ্য, দেশের সীমান্ত পেরিয়ে পৃথিবী জুড়েই নানা ভাবে ফেক নিউজের আগ্রাসন। যা ঠেকানোর চেষ্টাও চলছে। এই অভিযানে এ বার নাম লেখাতে উদ্যোগী ‘বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি’ বা রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের উদ্যোগে এ বছরই শুরু হচ্ছে মাস কমিউনিকেশন ও জার্নালিজমের পিজি ডিপ্লোমা কোর্স। যার বড় অংশ জুড়ে থাকবে ফেক নিউজ ঠেকানোর শিক্ষা। পাশাপাশি, খবর কী ভাবে ‘ভেরিফাই’ করতে হয়, তা-ও শেখানো হবে পড়ুয়াদের।

Prasar Bharati Recruitment 2023: বেতন ₹35 হাজার! প্রসার ভারতীতে নিউজ রিডার পদে চাকরির সুযোগ, শূন্যপদ কত?
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানান, এক বছরের পিজি ডিপ্লোমা কোর্সে প্রথাগত সাংবাদিকতার শিক্ষা তো থাকছেই। তার সঙ্গে থাকবে ফেক নিউজ ঠেকানো থেকে খবর যাচাই করে নেওয়ার প্রশিক্ষণও। সোমা বলেন, ‘সাংবাদিকতা একটি নোবেল প্রফেশন। এর বিশুদ্ধতা বজায় রাখার জন্য সম্ভাব্য যা যা শিক্ষা প্রয়োজন, তার পুরোটাই দেওয়া হবে।’ এ কারণে একটি অ্যাডভাইজরি বোর্ড গড়া হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। থাকবেন অভিজ্ঞ সাংবাদিকরা। এর সিলেবাস চূড়ান্ত করতে একাধিক ওয়ার্কশপও হবে। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন পেশাদার সাংবাদিকরা।

CV Ananda Bose : বোস-রাজ্য সংঘাতে কি নয়া ‘আমরা-ওরা’ বিশ্ববিদ্যালয়ে, মনোনয়নে প্রশ্ন
কিন্তু শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার পাঠ কেন? সোমার কথায়, ‘এটা শুধুই শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয় নয়। এখানে আমরা আরও অনেক বিষয়ই পড়িয়ে থাকি। সাংবাদিকতা ও মাস কমিউনিকেশন পড়ার চাহিদা এখন ভালো। সে কারণে আমরাও উদ্যোগী।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version