অয়ন ঘোষাল: পঞ্চায়েত ভোট পরবর্তী সন্ত্রাসে দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় প্রকৃত তথ্য উদঘাটনে রাজ্যে সফররত বিজেপির পাঁচ সাংসদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির জেলা পর্যবেক্ষনের সোমবার দ্বিতীয় দিন।

এই দলের সদস্য সাংসদ এস মুনিস্বামী জানিয়েছেন, ‘গতকাল যা দেখে এসেছি, তাতে স্পষ্ট, নামে মমতা হলেও মুখ্যমন্ত্রীর কাজকর্মে আর নামমাত্র মমত্ব অবশিষ্ট নেই। এই রাজ্যের দায়িত্ব অবিলম্বে  রাজ্যপালের হাতে তুলে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী স্বেচ্ছায ইস্তফা দিন’।

যার নেতৃত্বে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম সফর করছে, সেই সাংসদ বিনোদ সোনকারের দাবি, ‘মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। তাই আর এই আচরণ’। তিনি জানিয়েছেন যে তাঁরা আরও বিস্তারিত আকারে এই রাজ্যের সন্ত্রাস-এর আবহ নিয়ে রিপোর্ট জমা দেবেন।

আরও পড়ুন: Jhalda Municipality: আচমকাই কলকাতায় ঝালদা পুরসভার ২ কাউন্সিলর, পুরুলিয়া থেকে ছুটে এলেন নেপাল মাহাত

৫ সদস্যের এই টিমে আছেন বিনোদ সোনকার, সুরেশ কাশ্যপ, এস মুনিস্বামী, মনোজ রাজোরিয়া এবং বিনোদ ছাবড়া।

সোমবার এরা প্রথমে যাবেন আমতার জয়পুর। সেখানে ছয় আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলবেন। সেখান থেকে গড়বেতার ধাদিকা গ্রামে বিজেপি কর্মী বরুণ রুইদাসের বাড়ি যাবেন।

আরও পড়ুন: Kolkata Yellow Taxi: মিটবে যাত্রী ভোগান্তি! এবার অ্যাপ-এ মিলবে শহরের হলুদ ট্যাক্সি

তারপর খড়গপুরের রামমন্দির আশ্রম যাবেন। সেখানে আশ্রয় নেওয়া ১০০ ঘরছাড়া বিজেপি কর্মীর সঙ্গে কথা বলবেন তাঁরা।

সন্ধে সোয়া ৭টায় তারা মেদিনীপুর জেলা বিজেপি অফিসে সোমবারের সফর নিয়ে সাংবাদিক বৈঠক করতে পারেন বলে দলীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version