পুলিশ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুলিশে নিয়োগ করা হতে চলেছে ২,৫০০ কনস্টেবল, সোমবার এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। একইসঙ্গে আরও বেশ কিছু সিদ্ধান্তে নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। এর ফলে যাঁরা দীর্ঘদিন ধরে পুলিশের চাকির তথা সরকারি চাকরির চেষ্টা করছিলেন, তাঁদের জন্য এসে গেল এক সুবর্ণ সুযোগ।

পুলিশের কর্মী সংখ্যা বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল বিভিন্নমহলে। আর শুধু পুলিশেই নয়, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগের দাবি রয়েছে দীর্ঘদিনের। অবশেষে এবার কলকাতা পুলিশে চাকরির সুযোগ। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই কথা ঘোষণা করা হয়। এছাড়াও ৪৪০ জন লোয়ার ডিভিশন ক্লার্কও নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ৮৬টি নতুন পদ তৈরি করা হয়েছে দমকলে। এছাড়াও ৫,৪৬৮ জন কমিউনিটি হেলথ অফিসারও নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

Calcutta High Court : রাজ্যে আরও ১০ দিন বাহিনী রাখার সিদ্ধান্ত কেন্দ্রের, সম্মতি দিল হাইকোর্ট
নিয়োগ ছাড়া আরও বেশকিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসবার বৈঠকে। সেক্ষেত্রে উল্লেখযোগ্য হল নিউ চামতা চা বাগানের ১৯ একর জমিতে চাষ পর্যটনের সিদ্ধান্ত। পাশাপাশি মালদার গাজলে ২৮.১৫ একর জমিতে বেসরকারি উদ্যোগে ইথানল কারখানার জন্য জমি বরাদ্দ করা সিদ্দান্তও নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

Udyogeer Shilper Samadhane : রাজ্যে এবার ‘দুয়ারে শিল্প’ কর্মসূচি, একগুচ্ছ সুবিধা দিতে আগামী মাসে ব্লকে ব্লকে ক্যাম্প
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। এসএসসি-র শিক্ষক নিয়োগের পাশাপাশি, গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এমনকী বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছ। আদালতে সেই সমস্ত নিয়োগ দুর্নীতি নিয়ে মামলাও চলছে। এরই মাঝে আবার টেট পরীক্ষাও নিয়েছে রাজ্য। কারণ তারা কর্মসংস্থান করতে চায় বলে বারেবারেই দাবি করে আসা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেক্ষেত্রে এবার একসঙ্গে একগুলি পদের ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে।

Paddy Procurement In West Bengal : ধান কেনার MSP বাড়াল সরকার, আরও সহজে বিক্রি করতে পারবেন কৃষকরা
এদিক একদিকে যখন রাজ্য সরকার নয়া পদের ঘোষণা করছে, তখন অন্যদিকে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজও মঞ্চের তরফে এক সাংবাদিক বৈঠক করে বলা হয়, আগামী ৪ অগাস্ট রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানাবেন রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীরা। একইসঙ্গে মঞ্চের তরফে আরও জানান হয়, আগামীকাল ১৮০ দিনে পড়বে আন্দোলন। আর আন্দোলনের ২০০তম দিনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে। পাশাপাশি এই অধিবেশন চলাকালীনই যে কোনও একদিন ‘বিধানসভা চলো’র ডাক দেওয়া হয় মঞ্চের তরফে। তবে সেই কর্মসূচি কবে, সেই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version