জল্পেশ মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের মোবাইল চুরির ঘটনা ঘটল। একসঙ্গে ১১ জন পুণ্যার্থীর ১১ টি মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভক্তদের মধ্যে। একসঙ্গে ১১টি মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে জলপাইগুড়ি জেলার তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায়। তিস্তা নদীতে স্নান করে পুণ্যার্থীদের দল জল্পেশে যান জল ঢালতে। রবিবার রাতে জলপাইগুড়ির কোতয়ালি থানা এলাকার যুবকরা পিক আপ ভ্যান ভাড়া করে জল্পেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তিস্তা নদীতে স্নান করতে যাবার সময় গাড়িতেই ১১ টি মোবাইল রেখে যান। একসঙ্গে এতগুলো মোবাইল চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Jalpesh Mandir : শ্রাবণে জল্পেশে ভক্তদের ঢল, শিবলিঙ্গে জল ঢালার সময় মানতে হবে হাইকোর্টের নির্দেশ
জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর এলাকা থেকে আসা এক পুণ্যার্থী রাকেশ ঘোষ বলেন, ‘একটি পিকআপ ভ্যানে বেশ কয়েকজন পুণ্যার্থী জল্পেশ মন্দিরের উদ্দেশ্য যাই। মাঝে তিস্তা নদীতে আমরা সবাই স্নান করতে নেমেছিলাম। গাড়িতে মোবাইল সহ অন্যান্য জিনিস রেখে স্নান করতে নেমেছিলাম আমরা।

Howrah News : স্কুল ‘বাঙ্ক’ করে নদীতে স্নান করতে গিয়েই মর্মান্তিক পরিণতি ছাত্রের
ফিরে এসে আমরা দেখি গাড়িতে রাখা ১১টি মোবাইল নেই। এরপর আমরা পুলিশের কাছে অভিযোগ জানাই’। ঘটনার খবর পেয়ে তিস্তা নদীর ঘাটে ছুটে যান তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অজয় সাহা। তিনি সম্পূর্ণ বিষয়টি সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মীদের জানান।

Murshidabad News : মামার বিয়েতে এসে মর্মান্তিক পরিণতি, ভাগীরথীতে তলিয়ে গেল দুই ছাত্রী
ঘটনার তদন্তের জন্য পুণ্যার্থীদের নিয়ে রাতেই কোতোয়ালি থানার দ্বারস্থ হন তিনি। কয়েক লাখ টাকার মোবাইল চুরি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। যদিও আজ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ করে বিষয়টি জানাবেন বলে তিনি জানান। এই বিষয়ে তিনি বলেন, ‘এই ঘটনা অনভিপ্রেত। পুণ্যার্থীরা জল ঢালতে মন্দিরে যাচ্ছেন।

Balurghat News : জল্পেশের ঘটনা থেকে শিক্ষা! ডিজে বক্স-জেনারেটর ব্যবহারে নিষেধাজ্ঞা প্রশাসনের
আর সেখানে মাঝ রাস্তায় কিছু অসাধু লোক তাঁদের দামি মোবাইলগুলি চুরি করে পালাচ্ছে। এটা মানা যায় না। আমি এই ঘটনা নিয়ে দুটি থানাতেই জানিয়েছি। পুলিশকে বলেছি দ্রুত মোবাইলগুলি উদ্ধার করতে। দোষীদের তাড়াতাড়ি গ্রেফতার করা হোক, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে’। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে এখন নেমেছে ভক্তের ঢল।

Trinamool Leader : খোয়া গেল নগদ টাকাসহ মূল্যবান জিনিস, খোদ তৃণমূলের জয়ী প্রার্থীর বাড়িতে দুঃসাহসিক চুরি
শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। যদিও নিরাপত্তার দিকে এবার বিশেষ নজর রয়েছে মন্দির কর্তৃপক্ষের। উত্তরবঙ্গের প্রাচীন শৈব তীর্থ জল্পেশের শ্রাবণী মেলা। চলবে আগামী ২৮শে আগস্ট পর্যন্ত। আর এই মন্দিরে জল ঢালতে যাওয়ার পথেই চুরি হল এতগুলি মোবাইল। আর এই কারণেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version