দায়িত্বভার গ্রহণ করার পরপরই কাটিহার ডিভিশনের বিভিন্ন এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়লেন নতুন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুরেন্দ্র কুমার। এদিন ডিভিশনের মধ্যে অবস্থিত বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন তিনি। তাঁর কর্মসূচির মধ্যে মালদার গাজোল স্টেশনে নামার কোনও পরিকল্পনা না থাকলেও ব্যবসায়ী সমিতির অনুরোধে গাজোল স্টেশনে নামেন তিনি। এরপর স্টেশন থেকে ৫১২ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত বিস্তৃত স্টেশন রোডের বেহাল অবস্থা খতিয়ে দেখেন তিনি। সবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে DRM বলেন, ‘এই রাস্তাটি সম্পর্কে আমাদের দফতর অবহিত রয়েছে।

Howrah Station: যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে অত্যাধুনিক ব্যবস্থা, গোল্ড মেডেল পেয়ে চমকে দিল হাওড়া স্টেশন
খুব তাড়াতাড়ি এই রাস্তা মেরামতের কাজ শুরু হবে। আশা করছি এই বছরের মধ্যেই নতুন করে তৈরি করা হবে এই রাস্তা’। গাজোল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় বলেন, ‘প্রায় চার বছর ধরে স্টেশন রোডের অবস্থা খারাপ। এই নিয়ে বেশ কয়েক বার আমরা উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সহ DRM কে লিখিতভাবে জানিয়েছিলাম।

Kolkata Airport Metro: বিমানবন্দর মেট্রো স্টেশনের কাজ সম্পূর্ণ, দ্রুত গতিতে এগোচ্ছে নোয়াপাড়া-বারাসত মেট্রো করিডরের কাজ
কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি। তবে আমরা আশা করছি এদিন DRM সাহেব যেভাবে নিজে গোটা রাস্তা পরিদর্শন করলেন এবং আশ্বাস দিলেন তাতে হয়তো কাজ হতে পারে। আর এরপরেও যদি রাস্তা মেরামত না হয় তাহলে ব্যবসায়ী সমিতি এবং গাজলের সাধারণ মানুষ রেল অবরোধ করতে বাধ্য হবেন’।

Sealdah Train Oborodh: শিয়ালদা মেইন লাইনে অবরোধে বাতিল একাধিক ট্রেন, কখন স্বাভাবিক পরিষেবা জেনে নিন
এছাড়াও DRM হিসেবে দ্বায়িত্ব পাওয়ার সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশন পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের নতুন DRM সুরেন্দ্র কুমার। বালুরঘাট স্টেশন পরিদর্শনের পাশাপাশি কাজ চলা সিক ও পিট লাইনের কাজ খতয়ে দেখেন DRM। এছাড়াও ইকেট্রিফিকেশনের কাজও খতিয়ে দেখেন তিনি৷ ড্রইং এর মাধ্যমে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। নতুন DRM হওয়ার পর প্রথমবার বালুরঘাট স্টেশনে আসেন সুরেন্দ্র কুমার। তাই বালুরঘাট স্টেশনের তরফ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় কাটিহার ডিভিশনের DRM কে।

Kolkata Metro: মাঝেরহাট মেট্রোয় চলছে শেষ পর্যায়ের কাজ, পুজোর আগেই চালু হবে এই স্টেশন?
বালুরঘাট স্টেশনের স্টেশন মাস্টার পঙ্কজ রমন DRM কে সংবর্ধনা জানান। DRM-র পাশাপাশি অন্যান্য রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শুধু বালুরঘাট নয় এদিন ডিভিশনের একাধিক রেলস্টেশন পরিদর্শন করেন কাটিহার ডিভিশনের নতুন DRM।

সিক ও পিট লাইনের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দেওয়া হয় ভারপ্রাপ্ত ঠিকাদারকে। আগামী চার মাসের মধ্যে কাজ শেষ হবে বলে DRM বলেন। এছাড়াও বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের কাজ চলতি বছরেই শুরু হবে। বর্তমানে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের তরফ থেকে দ্রুততার সঙ্গে কাজ চলছে বলেও তিনি জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version