খুব তাড়াতাড়ি এই রাস্তা মেরামতের কাজ শুরু হবে। আশা করছি এই বছরের মধ্যেই নতুন করে তৈরি করা হবে এই রাস্তা’। গাজোল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় বলেন, ‘প্রায় চার বছর ধরে স্টেশন রোডের অবস্থা খারাপ। এই নিয়ে বেশ কয়েক বার আমরা উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সহ DRM কে লিখিতভাবে জানিয়েছিলাম।
কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি। তবে আমরা আশা করছি এদিন DRM সাহেব যেভাবে নিজে গোটা রাস্তা পরিদর্শন করলেন এবং আশ্বাস দিলেন তাতে হয়তো কাজ হতে পারে। আর এরপরেও যদি রাস্তা মেরামত না হয় তাহলে ব্যবসায়ী সমিতি এবং গাজলের সাধারণ মানুষ রেল অবরোধ করতে বাধ্য হবেন’।
এছাড়াও DRM হিসেবে দ্বায়িত্ব পাওয়ার সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশন পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের নতুন DRM সুরেন্দ্র কুমার। বালুরঘাট স্টেশন পরিদর্শনের পাশাপাশি কাজ চলা সিক ও পিট লাইনের কাজ খতয়ে দেখেন DRM। এছাড়াও ইকেট্রিফিকেশনের কাজও খতিয়ে দেখেন তিনি৷ ড্রইং এর মাধ্যমে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। নতুন DRM হওয়ার পর প্রথমবার বালুরঘাট স্টেশনে আসেন সুরেন্দ্র কুমার। তাই বালুরঘাট স্টেশনের তরফ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় কাটিহার ডিভিশনের DRM কে।
বালুরঘাট স্টেশনের স্টেশন মাস্টার পঙ্কজ রমন DRM কে সংবর্ধনা জানান। DRM-র পাশাপাশি অন্যান্য রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শুধু বালুরঘাট নয় এদিন ডিভিশনের একাধিক রেলস্টেশন পরিদর্শন করেন কাটিহার ডিভিশনের নতুন DRM।
সিক ও পিট লাইনের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দেওয়া হয় ভারপ্রাপ্ত ঠিকাদারকে। আগামী চার মাসের মধ্যে কাজ শেষ হবে বলে DRM বলেন। এছাড়াও বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের কাজ চলতি বছরেই শুরু হবে। বর্তমানে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের তরফ থেকে দ্রুততার সঙ্গে কাজ চলছে বলেও তিনি জানান।