এই সময়, রামপুরহাট: সরকারি স্কুলে সাপের ছোবল! অষ্টম শ্রেণির এক পড়ুয়াকে সাপ কামড়ানোয় আতঙ্ক ছড়িয়েছে বীরভূমের স্কুলে। দেবকুমার মাল নামে ওই ছাত্রের বাড়ি রামপুরহাট শহরের চাকলামাঠ এলাকায়। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সে। সাপে কামড়ানোর পর তাকে দ্রুত রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

Duttapukur School Incident: গার্লফ্রেন্ডকে উত্যক্ত করায় স্কুলের ভিতর ঢুকে ছাত্রকে মারধর! তুলকালাম দত্তপুকুরের স্কুলে
সোমবার ওই ছাত্র ক্লাসরুম থেকে বেরিয়ে জল ভরতে স্কুলের রান্নাঘরে গিয়েছিল। সেখানেই ফিল্টার মেশিন লাগানো রয়েছে। ছাত্রটি জানিয়েছে, জল ভরতে গিয়েই সাপের কামড় খায় সে। এর পর আতঙ্কে স্কুলের মধ্যে ছোটাছুটি শুরু করে দেয়। তার চিৎকারে ভিড় জমে যায় স্কুলে। তড়িঘড়ি ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করে বাড়িতে খবর দেওয়া হয়।

Howrah News : স্কুল ‘বাঙ্ক’ করে নদীতে স্নান করতে গিয়েই মর্মান্তিক পরিণতি ছাত্রের
বাবা কৃষ্ণ মাল বলেন, ‘স্কুলের মধ্যে সাপে কামড়েছে। খুবই চিন্তার বিষয়। স্কুল কর্তৃপক্ষের আরও বেশি করে নজর দেওয়া উচিত। তা না হলে আতঙ্কে ছাত্ররা আর স্কুলে আসবে না।’

Heart Attack : ফিনিশিং লাইন পেরনোর আগেই সব শেষ, ম্যারাথন ট্র্যাকেই হার্ট অ্যাটাক পড়ুয়ার
স্কুলের প্রধান শিক্ষক কৌস্তভ দে বলেন, ‘আমরা নিয়মিত স্কুলের চারপাশ পরিষ্কার করি। তারপরও কীভাবে সাপ এলো, তা বুঝতে পারছি না। মহকুমাশাসকের সঙ্গে কথা বলে বন দপ্তরের লোকজনকে সঙ্গে নিয়ে সাপ খোঁজার চেষ্টা করব।’ ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্কুলের পড়ুয়াদের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version