রাতের রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর নজির আর শেষ হচ্ছে না। পুলিশের হাজার সতর্কতা সত্ত্বেও ফের মদ্যপ অবস্থায় রাতের রাস্তায় বেপরোয়া গতির তাণ্ডব। মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর জন্য বারবার সতর্ক করা সত্ত্বেও আবার একই কারণে সোমবার রাতে ভয়াবহ দুর্ঘটনা।

সোমবার মাঝরাতে একটি প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে এসে পর পর গাড়ি রিকশা, বাইক, সাইকেলকে ধাক্কা দিতে দিতে এগোতে থাকে। গাড়ির সামনে পড়ে আহত হন প্রায় পাঁচজন। তার মধ্যে দুজনকে রীতিমতো পিষ দিয়েছে গাড়িটি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে খড়দহ স্টেশনের কাছে।

Malda Road Accident : মালদা জাতীয় সড়কে অটো-চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৩

স্থানীয়দের অভিযোগ, রাত ১১টার পরে একটি কালো রঙের চারচাকা গাড়ি খড়দহ স্টেশন রোড এলাকায় পরপর কয়েকটি গাড়ি, রিকশা, বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মারতে মারতে এগোতে থাকে। গাড়ির চালকের স্টিয়ারিংয়ের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না বলে অভিযোগ স্থানীয়দের। অবশেষে স্থানীয়রা ওই গাড়ি সহ চালককে ধরে ফেলে। গাড়ির চালক সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। গাড়িটিতে ভাঙচুর চালানো হয় বলেও জানা গিয়েছে।

Asansol News : স্টিয়ারিং হাতে হার্ট অ্যাটাকে মৃত্যু চালকের, দুর্ঘটনায় বাস

দুর্ঘটনার পর গাড়ির ধাক্কায় আহতদের স্থানীয় হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা দু’জন গুরুতর আহত হv। স্থানীয়রা গাড়ি সহ চালককে ধরে রহড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রহড়া থানার পুলিশ গাড়ি সহ চালককে আটক করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে রহড়া থানার পুলিশ। অভিযুক্ত গাড়ি চালকের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version