আজকে শহরে রাজনৈতিক বড় মিটিং, মিছিলের কোনও খবর নেই। তবে শ্যামবাজার বিকেল চারটের সময় একটি মিটিং হওয়ার কথা রয়েছে। যেখানে সাড়ে চারশো থেকে পাঁচশ মানুষের জন সমাগম হবে। সংশ্লিষ্ট রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে ওই সময়ের জন্য।
এছাড়া, শহরে আজ বড় কোনও মিটিং, মিছিলের খবর নেই বলে জানিয়েছেন কলকাতা ট্রাফিক কন্ট্রোল রুম। তবে মহররমের শোভাযাত্রার কারণে কয়েকটি জায়গায় যান নিয়ন্ত্রণ করা হবে। বড় কোনও মিটিং-মিছিল না থাকায় ট্রাফিক যানজট হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বলেই ট্রাফিক পুলিশ জানিয়েছে। রাত নটা নাগাদ ব্রাবর্ন রোডের কাছে একটি জমায়েত আছে। সেখানে কিছুটা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হতে পারে।
অন্যদিকে, আবহাওয়ার খামখেয়ালিপনায় ভুগতে হচ্ছে জন সাধারণকে। এই বৃষ্টির পরেই রোদ উঁকি দিচ্ছে আকাশে। ঝমঝমিয়ে বৃষ্টির পরেই আকাশে রোদের ঘটনঘটা। বৃহস্পতিবার সারাদিন জুড়ে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তাই রাস্তায় বের হওয়ার আগে সঙ্গে করে ছাতা, বর্ষাতি রাখাটা প্রয়োজনীয়। অন্যদিকে, ট্রাফিক কন্ট্রোল রুম থেকে সাধারণ যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে ট্রাফিক আইন মেনে চলার জন্য। ট্রাফিক সিগন্যাল মেনে চলা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার, বাইক আরোহীদের হেলমেট পরার ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।
যদিও বৃহস্পতিবার সকলের দিকে ট্রাফিকের গতি কিছুটা স্লো রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাফিকের গতি বাড়বে বলেই জানানো হয়েছে। এখনও পর্যন্ত শহরে কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই। যান চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হয়েছে। তবে আজ রাজ্য জুড়ে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল রয়েছে। সে কারণে শহরের বাইরে রাজ্যের একাধিক অংশে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হতে পারে।