Calcutta Medical College চালু হল নতুন বিভাগ। অত্যাধুনিক শল্য চিকিৎসার নতুন অপারেশন থিয়েটার চালু করা হল কলকাতা মেডিক্যাল কলেজে। পাশাপাশি ঝাঁ চকচকে মহিলা ওয়ার্ড চালু করা হল মেডিক্যাল কলেজে।

Voter List Enrollment : ভোটার তালিকায় নাম তুলবেন কী ভাবে? এক ক্লিকেই জানুন এ টু জেড
অত্যাধুনিক অপারেশন থিয়েটারের প্রয়োজন ছিল মেডিক্যাল কলেজ। নতুন ওটি চালু করা হল ডেভিড হেয়ার বিল্ডিংয়ে। হাসপাতালে সূত্রে জানা যায়, একটি ওটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ডাঃ সুদীপ্ত রায়ের উদ্যোগে এই নতুন ওটিকে আধুনিক রূপ দেওয়া হয়। এছাড়া কলেজের ক্যাজুয়ালটি ব্লকের চারতলায় চালু করা হয় ১৬ শয্যার আধুনিক চিকিৎসার সুযোগ থাকা মহিলাদের পৃথক ওয়ার্ড।

Malaria In Kolkata : ডেঙ্গি ছাপিয়ে শহরে আতঙ্ক ম্যালেরিয়াও
আগে এই ওয়ার্ডটি শিশুদের জন্য ছিল বলে জানা গিয়েছে। বর্তমানে শিশুদের জন্য পৃথক ওয়ার্ড তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। সেই কারণেই মহিলাদের পৃথক ওয়ার্ড তৈরি করা হল। দুটি কাজে খরচ হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। নতুন কাজে রাজ্যের স্বাস্থ্য দফতর মেডিক্যাল কলেজকে ওই টাকা বরাদ্দ করেছে বলে খবর।

Kolkata Police: দিল জিতেছেন উইনার্স বাহিনীর &amp#39;জাদু ভরি আঁখোওয়ালি&amp#39;, নেটপাড়ায় গ্রেফতারির ধুম
গত বুধবার নতুন অপারেশন থিয়েটার ও মহিলা ওয়ার্ডের উদ্বোধন করেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়। এদিনের উদ্বোধনী ছিলেন অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস, সুপার ডাঃ অঞ্জন অধিকারী ও সংশ্লিষ্ট বিভাগের বিশিষ্ট ডাক্তাররা।
এর আগেও একাধিকবার মেডিক্যাল কলেজের আধুনিকীকরণের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজে বিশেষ কেবিন ব্যবস্থা চালু করা হয়। এসএসকেএম হাসপাতাল এবং আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর ব্যক্তিগত কেবিন ব্যবস্থা চালু হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Firhad Hakim on Dengue Cases : ‘সাধারণ মানুষ ক্ষমা করবে না’, কাউন্সিলরদের নিয়ে ক্ষোভ ফিরহাদের

জানা যায়, ব্যাক্তিগত প্রতিটি কেবিনের সঙ্গে আধুনিক পরিষেবা চালু করা হবে। কেবিনে থাকবে স্নানাঘর, টেলিভিশন সেট সহ আধুনিক ব্যবস্থা। কেবিনে দর্শনার্থীদের জন্য বসার জায়গার মতো অতিরিক্ত সুবিধা থাকছে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ধাঁচেই কেবিনগুলি তৈরি করা হয়। এবার মহিলাদের জন্য নতুন ওয়ার্ড এবং শল্য চিকিৎসার জন্য নতুন ওয়ার্ড চালু করার কারণে আরও একটি নতুন পালক মেডিক্যাল কলেজের মুকুটে যোগ হল বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version