জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চকে আগেই বিদায় জানিয়েছিলেন। আইপিএল (IPL) ছাড়া তাঁকে আর বাইশ গজের লড়াইয়ে দেখা যায় না। তবে ক্রিকেটীয় কীর্তি ও মাঠের বাইরে সহজ-সরল জীবনযাপনের জন্য সবসময় প্রচারের আলোয় থকেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এরমধ্যে আবার ২০২৩ সালের আইপিএল-এ (IPL 2023) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন করিয়েছেন। ফলে টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ককে নিয়ে সাধারণ মানুষের উত্তেজনার খামতি নেই। এটা আর বলার অপেক্ষা রাখে না। এমন প্রেক্ষাপটে ‘ক্যাপ্টেন কুল’-এর (Captain Cool) একটি পুরনো চাকরির নিয়োগপত্র ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী (Lalit Modi) বেশ বছর ছয়েক আগে ধোনির এই নিয়োগপত্রটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেটাই ফের ভাইরাল হয়ে গিয়েছে। 

২০১২ সালের সেই নিয়োগপত্রে ধোনির মাসিক বেতন এবং তাঁর পদের উল্লেখ রয়েছে। চেন্নাইয়ে ইন্ডিয়া সিমেন্টসের হেড অফিসে ভাইস প্রেসিডেন্টের পদে তাঁকে নিয়োগ করার কথা লেখা ছিল সেই নিয়োগপত্রে। নিয়োগপত্র অনুযায়ী, ধোনির বেতন ছিল ৪৩ হাজার টাকা। ওই নিয়োগপত্রে উল্লেখ রয়েছে, স্পেশ্যাল পে বাবদ ২০ হাজার টাকা পাবেন ধোনি। হাউস রেন্ট বাবদ ২০ হাজার ৪০০ টাকা। নিয়োগপত্রে ধোনির বেতন আরও বিভিন্ন ভাগে বিভক্ত করা ছিল।

এবারের আইপিএল ফাইনালের পরেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে গিয়েছিলেন হাঁটুর চিকিৎসার জন্য। গত ১ জুন তাঁর বাঁ-হাঁটুতে ছোট্ট অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সামান্য পরীক্ষা-নিরীক্ষা করে সেই দিনই ধোনিকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরপর আপাতত ঝাড়খণ্ডের নিজের ফার্ম হাউজে বিশ্রাম করছেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক।  

আরও পড়ুন: Mohammed Siraj, WI vs IND: গোড়ালিতে চোট! এশিয়া কাপের আগে দলের বাইরে গিয়ে রোহিতের চাপ বাড়ালেন সিরাজ

আরও পড়ুন: IND vs PAK | ICC ODI World Cup 2023: ১৫ নয়, ১৪ অক্টোবর আয়োজিত হতে পারে ‘মাদার অফ অল ব্যাটল’! কিন্তু কেন? জেনে নিন

যদিও ধোনির ঘনিষ্ঠ মহলের দাবি, “অস্ত্রোপচারের পর ধোনি অনেক ভালো আছে। আগামী আইপিএল শুরু হতে এখনও অনেকটা সময় আছে। তাই আমাদের ধারণা আগামী মরসুমেও ধোনির হাতেই চেন্নাই সুপার কিংসের ব্যাটন থাকবে। মাঠে নামার ব্যাপারে ধোনি নিজেও খুব আশাবাদী। বাকিটা সময় বলবে।” 

সিএসকে এবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই ধোনির অধিনায়কত্ব নিয়ে ফের জোর আলোচনা শুরু হয়ে যায়। এবারের টুর্নামেন্টে ধোনি রেকর্ডও গড়েন। প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০টি আইপিএল ম্যাচ খেলেন। মেগা টুর্নামেন্টে পাঁচ হাজারের বেশি রান করেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচারের পর তিনি ২০২৪ সালের আইপিএল খেলবেন কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version