এই সময়: নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নেমে রাজ্যের বিভিন্ন পুরসভাতেও প্রায় একই রকম দুর্নীতির হদিশ পেয়েছিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। সেই মামলার তদন্তে বুধবার কৃষ্ণনগর এবং শান্তিপুর পুরসভার আধিকারিকদের ডেকে পাঠানো হয় কলকাতার সিবিআই দপ্তরে। সূত্রের খবর, কৃষ্ণনগর পুরসভায় নিয়োগের পরীক্ষা হয়েছিল ধৃত ব্যবসায়ী অয়ন শীলের সংস্থার মাধ্যমে। মূলত কতগুলি পদে নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল, কার মাধ্যমে অয়ন শীলের সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল, এদিন পুর আধিকারিকদের কাছ থেকে সেই সমস্ত তথ্য জানতে চায় সিবিআই।

Recruitment Scam In West Bengal : পুরসভা নিয়োগ দুর্নীতিতে নজরে শান্তিপুর, আধিকারিকদের তলব CBI-এর
আধিকারিকরা জানিয়েছেন, ২০০৯ সাল থেকে শান্তিপুর পুরসভায় কোনও নিয়োগ হয়নি। ২০১৮ সালে একবার গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ১৮টি পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময়ে অয়ন শীলের সংস্থার মাধ্যমে পরীক্ষা হলেও কাউকে নেওয়া হয়নি। অন্যদিকে, এই দুর্নীতির মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চলতি সপ্তাহেই চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। সূত্রের খবর, কাকুর থেকে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির প্রায় ১১ কোটি টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

Kalighater Kaku : ‘কাকু’র ভয়েস স্যাম্পল নিতে বাধা নেই ইডির
এই বিষয়টিই চার্জশিটে উল্লেখ করছে তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির থেকে উপার্জিত সেই টাকা একাধিক সংস্থা ও নির্মাণ সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল বলেও ইডি-র হাতে তথ্য এসেছে। এমনকী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে নিজের সংস্থার শেয়ার দর বেআইনিভাবে বাড়ানোর অভিযোগও উঠেছে কাকুর বিরুদ্ধে।

Supreme Court : SSC নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট প্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ
কেন্দ্রীয় সংস্থা ইডি জানিয়েছে, এখনও পর্যন্ত এই দুর্নীতির তদন্তে ১২৬ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আরও ২০ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। ওই টাকা বাজেয়াপ্ত করা হলে সেই অঙ্ক বেড়ে হবে ১৪৬ কোটি। তবে কার বা কাদের কাছ থেকে এই টাকার হদিশ পাওয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Recruitment Scam : নিয়োগ তদন্তে এবার তলব প্রাক্তন স্কুলশিক্ষা সচিবকে
নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইডি। তাঁদের কাছে বিপুল টাকা হদিশ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। মানিকের যে সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে তার মূল্য প্রায় ৩০ কোটি। এর পাশাপাশি কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও বিপুল টাকার খোঁজ মিলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version