এই সময়, মেদিনীপুর: স্কুল শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লাখ টাকা প্রতারণার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত শিক্ষকের নাম বিমলকুমার দোলই। মেদিনীপুরের চাঁদড়া হাইস্কুলের বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। বাড়ি গুড়গুড়িপাল থানার এনায়েতপুরে। এক সময়ে এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

Duttapukur School Incident: গার্লফ্রেন্ডকে উত্যক্ত করায় স্কুলের ভিতর ঢুকে ছাত্রকে মারধর! তুলকালাম দত্তপুকুরের স্কুলে
চলতি বছরের নভেম্বর মাসে চাকরি থেকে অবসর নেওয়ার কথা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক যুবকের কাছ থেকে দফায় দফায় সাড়ে তিন লাখ টাকা নিয়েছিলেন তিনি। চাকরিও করে দিতে পারেননি। বার বার টাকা ফেরত চেয়েও টাকা ফেরত পাননি যুবক। চাকরি প্রার্থী ওই যুবক বর্তমানে কলকাতায় থাকেন। কয়েক দিন আগে শেক্সপিয়র থানায় অভিযুক্ত শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেন যুবক। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের স্পেশাল টিম বুধবার পশ্চিম মেদিনীপুর থেকে বিমলকুমার দোলইকে গ্রেপ্তার করে।

Kanyashree Scheme: কন্যাশ্রী-রূপশ্রীর টাকা নিয়ে জালিয়াতি, অভিযোগ জানিয়ে চাকরিহারা প্রধান শিক্ষকই
বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘টাকা ফেরতের জন্য অনেকে স্কুলে এসে শাসিয়েও গিয়েছেন। কিছু ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছেন বলে শুনেছি। তবে কারও চাকরি করে দিয়েছেন কিনা তা জানা নেই। স্কুলে এসে বিভিন্ন লোকের হুমকি ও শাসানির ফলে ওই শিক্ষকের উপর বিরক্ত স্কুল কর্তৃপক্ষ।’ অভিযুক্ত বিমলকুমার দোলই গত আট মাস ধরে মাঝে মধ্যে স্কুলে আসতেন। জুলাই মাসেও কয়েকদিন স্কুলে এসেছিলেন। কয়েক মাস পরেই অবসর নেওয়ার কথা। সেই সংক্রান্ত কাজের জন্য তদারকি করতে আসতেন বলে জানা গিয়েছে। ইদানীং তিনি বাড়িতেও থাকতেন না। খড়্গপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version