Left Front : পঞ্চায়েতে শাসকদলের দখলদারির প্রতিবাদে মানুষের পঞ্চায়েত তৈরির ডাক দিল CPIM৷ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ধপধপি ২ গ্রাম পঞ্চায়েতের বাম প্রার্থীদের শুক্রবার সংবর্ধনা দেওয়া হল ৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট CPIM নেতা সুজন চক্রবর্তী ৷ বামেদের দাবি, এই গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে ১৬টিতেই এগিয়ে ছিলেন বাম প্রার্থীরা ৷ গণনা চলাকালীনই গণনাকেন্দ্রের মধ্যে বাম প্রার্থী ও এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ৷ পুলিশ প্রশাসনের সামনেই তাঁদের উপর হামলা চালানো হয় ও গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷

Howrah News : পঞ্চায়েত ভোট লুঠের ‘মিষ্টিমুখে’ প্রতিবাদ! লাল রসগোল্লা বিলিয়ে CPIM-এর ‘গান্ধীগিরি’
কার্যত জোর করে এই পঞ্চায়েতের ১৮টি আসনের ১৮ই দখল করে তৃণমূল, এমনই দাবি বামেদের ৷ মানুষের রায়কে সম্মান না জানিয়ে জোর করে এই পঞ্চায়েত দখলের ঘটনার প্রতিবাদে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনের ডাক দিল বামেরা ৷ বাম নেতা সুজন চক্রবর্তী এই বিষয়ে বলেন, ‘যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তাঁরা আগামী পাঁচ বছর যে যার নিজের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন ৷ এলাকার মানুষের কোনও সমস্যা হলে তাঁরা তাঁদের পাশে দাঁড়াবেন ৷ এমনকি প্রার্থীরা তাঁদের নামে একটি প্যাডও তৈরি করবেন’ ৷

Left Front Party Win: ২০ বছর পর বামেদের বিজয় মিছিল, পঞ্চায়েতে জয় নিয়ে ‘লাল’ উচ্ছ্বাস কোদালিয়ায়
স্থানীয় বাসিন্দারা তাঁদের সঙ্গে আছেন বলে জানান সুজন চক্রবর্তী ৷ তিনি আরও বলেন, ‘মানুষ আমাদের সঙ্গে আছেন ৷ মানুষের ভোট আমরাই পেয়েছিলাম’ ৷ নিজেদের হার বাঁচাতে তাঁদের মারধর করে গণনার দিন ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে জানিয়েছেন এই পঞ্চায়েতের বাম প্রার্থী সুব্রত বসু৷ তিনি বলেন, ‘জিতছিলাম আমরাই। কিন্তু তৃণমূলের গুণ্ডারা এসে আমাদের মেরে বাইরে বের করে দেয়, নিয়ে নিজেদের মতো করে গণনা করায়’। মানুষের পঞ্চায়েত তৈরির এই বিষয়টিকে অবশ্য কটাক্ষ করেছেন তৃণমূল নেতা গৌতম দাস৷

Kolkata Kidnapping Case: কলকাতা থেকে অপহৃত পঞ্চায়েতের জয়ী ৪ প্রার্থী, পুলিশে রিপোর্ট CPIM নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের
তিনি বলেন, ‘মানুষের ভোট না পেয়েই হেরে গিয়ে এইসব হাস্যকর ও ভিত্তিহীন কাজ করছেন বামেরা’৷ সামনে লোকসভা ভোট নিজেদের অস্তিত্ব বাঁচাতেই এইসব নাটক বলে কটাক্ষ গৌতম দাসের। তিনি বলেন, ’১৬ টা আসনে এগিয়ে থেকেও ১৮ টা আসনে হার, এটা একটা বাচ্চাকে বললেও সে বিশ্বাস করবে না।

মানুষ বোকা নয় এটা বামেদের বোঝা উচিৎ। আগের বার লোকসভা ভোটে কোনও আসন পায়নি। এবারও কোনও আসন পাবে না তাঁরা। আগেই বুঝে গিয়েছে। তাই এসব করে লোক হাসাচ্ছে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version