এই সময়, আসানসোল: গোরু পাচারের মামলা আসানসোল থেকে সরিয়ে কি দিল্লির রাউজ় অ্যাভিনিউ আদালতে পাঠানো হবে? এই সম্ভাবনা জোরালো হয়েছে দিন তিনেক আগে ইডির তরফ থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে একটি আবেদন জমা পড়ায়। তাতে বলা হয়েছে, এই মামলা দিল্লির রাউজ় অ্যাভিনিউ আদালতে সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। বিচারক ১৯ অগস্ট এই আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। গোরু পাচারের মামলাতেই বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল-সহ অন্যরা।

Justice Abhijit Ganguly : ‘১ ঘণ্টার মধ্যে ED-CBI এর আইনজীবীকে আসতে হবে’, প্রাথমিক মামলায় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
আসানসোল আদালতে কেষ্টর আইনজীবী সোমনাথ চট্টরাজের বক্তব্য, ‘ইডির তরফে শুক্রবার আসানসোলের সিবিআই আদালতে একটি আবেদন জমা পড়েছে। এই আবেদনে বলা হয়েছে, গোরু পাচারের মামলা আসানসোল আদালত থেকে সরিয়ে দিল্লির কোর্টে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক।’ তাঁর যুক্তি, এই মামলার আসামী বা সাক্ষীরা প্রায় সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।

Partha Chatterjee : বিশেষ গাড়িতে কোর্টে, পার্থর কাঁটা সেই প্রভাবশালী তত্ত্বই
দিল্লির আদালতেই মামলা চলে গেলে সেখানেই তাঁদের নিয়মিত হাজিরা দিতে হবে। যা তাঁদের পক্ষে অসুবিধার কারণ হতে পারে। অন্যদিকে আসানসোলের সিবিআই আদালতকে যদি পিএমএলএ-র বিশেষ ক্ষমতা যুক্ত আদালত হিসাবে ঘোষণা করা হয়, তাহলে ইডির মামলাও এই আদালতেই শোনা যেতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে বিচারকের নির্দেশের উপর। এই মামলায় আর এক অভিযুক্ত এনামুল হকের আইনজীবী খুরশিদ আলম জানান, তাঁদেরও ইডির আবেদনের প্রতিলিপি দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই পর্যবেক্ষণ দিতে গিয়ে বলেছে, একটি ঘটনায় ইডির সমস্ত মামলা এক জায়গায় শোনা হলে ভালো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version