এই সময়: নজরুলের কবিতার প্রথম দু’লাইন উড়ে গেল সুকান্তর পোস্ট থেকে! হঠাৎই নিজের ফেসবুক পোস্ট থেকে কাজী নজরুল ইসলামের ‘অভিযান’ কবিতার প্রথম দু’লাইন মুছে দিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দলের অন্দরে যোগ করলনে গুঞ্জনে নতুন মাত্রা। কী ছিল সুকান্তর ফেসবুক পোস্টে? এডিট করেই বা কী হলো?

শনিবার সকালে সুকান্ত নিজের ফেসবুকে নতুন একটি প্রোফাইল পিকচার পোস্ট করেন। ছবির উপরে যোগ করেন নজরুলের ‘অভিযান’ কবিতার চার লাইন-‘নতুন পথের যাত্রা-পথিক/চালাও অভিযান!/উচ্চ কণ্ঠে উচ্চার আজ/মানুষ মহীয়ান!’ মুহূর্তে কবিতার প্রথম দু’লাইনের সঙ্গে সুকান্তর রাজনৈতিক পথের সংযোগ খোঁজা শুরু হয় বিজেপির অন্দরে। তাঁর দলেরই অনেকে ওই পোস্টের স্ক্রিনশটও সংগ্রহে রেখে দেন। গেরুয়া শিবিরের অন্দরে চর্চা শুরু হয়, তবে কী সুকান্ত নতুন কোনও রাজনৈতিক পথে যাত্রা শুরু করছেন?

JP Nadda : তলব শুভেন্দু-সুকান্তকে, বৈঠকে সঙ্ঘও
তিনি কি আর দলের রাজ্য সভাপতি থাকছেন না? কেন্দ্রীয় মন্ত্রী করা হচ্ছে তাঁকে? এর জন্যই কি সুকান্ত নজরুলের কবিতা ধার করে রহস্য তৈরি করেছেন? জল্পনা যখন তুঙ্গে, তখনই আরও একটা চমক! ঘণ্টা তিনেক পরে নিজের পোস্ট থেকে নজরুলের ওই কবিতার প্রথম দু’টি লাইন মুছে দেন সুকান্ত। পড়ে থাকে শুধু-‘উচ্চ কণ্ঠে উচ্চার আজ/মানুষ মহীয়ান!’

BJP In West Bengal : জয় নিয়ে সামান্য সংশয় হলেই প্রার্থী বদল পদ্মের
যে দুটি লাইন নিয়ে যাবতীয় চর্চা এবং জল্পনা, সে দু’টি লাইনই উধাও! সুকান্তর সংশোধিত পোস্টের স্ক্রিনশট নিতেও অবশ্য দেরি করেননি বিজেপির একাংশ। কিছুক্ষণের মধ্যে তা বিজেপি মনোভাবাপন্ন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়েও পড়ে। এতে গেরুয়া মহলে শুরু হয় নতুন জল্পনা, তবে সুকান্তকেই রাজ্য সভাপতি রেখে দেওয়া হচ্ছে! তাঁর কী আর কেন্দ্রীয় মন্ত্রী হওয়া হচ্ছে না? তিনি কি তবে নতুন কোনও পথে যাত্রা করছেন না?

সুকান্তর এই ফেসবুক পোস্টের সময়টিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিজেপির একাংশ। কারণ, শনিবার সকালে তিনি যখন প্রথম পোস্টটি করেন, তার ঠিক কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিজেপির কিছু নেতার যুক্তি, নিজের ফেসবুক অ্যাকাউন্টে নজরুলের কবিতাটি পোস্ট করলেও আসলে দিলীপের নতুন পথের যাত্রাকেই তিনি ইঙ্গিত করেছিলেন।

Bengal BJP : প্রার্থী ভাঙিয়ে এনে কি পঞ্চায়েতে বোর্ড গঠন, দ্বিমত বঙ্গ বিজেপি
বিষয়টি নিয়ে দলে জলঘোলা হচ্ছে টের পেয়ে সুকান্ত কবিতার প্রথম দুই লাইন মুছে ফেলেন বলেই দাবি গেরুয়া শিবিরের একাংশের। যদিও এ বিষয়ে সুকান্ত মজুমদারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য নজরুলের কবিতার লাইন উদ্ধৃত করেই এর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, ‘কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। আর সুন্দরকে স্বীকার করতে হয় যা কিছু সুন্দর, তাই দিয়ে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version