মধুচক্রের হদিশ Nadia জেলার শান্তিপুর থানা এলাকায়। মধুচক্রের আসর থেকে পুলিশের হাতে আটক হলেন স্থানীয় প্রভাবশালী এক TMC নেতাও। ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায়। ঘটনায় খোঁচা দিতে ছাড়েনি স্থানীয় BJP নেতৃত্ব।

Nadia News : রেলগেট তুলে দিতে জোরাজুরি! রাজি না হওয়ায় রেলকর্মীকে বেধড়ক মার দুষ্কৃতীদের
স্থানীয় সূত্রে খবর, মধুচক্রের আসর থেকে মহিলা সহ হাতেনাতে ধরা পড়ল এক TMC নেতা। গোপন সূত্রে খবর পেয়ে, একটি বেসরকারি লজ থেকে তাদের আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নদিয়া জেলার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার একটি বেসরকারি লজে দীর্ঘদিন ধরেই মধুচক্রের আসর বসতো। পুলিশের কাছে এই মধুচক্রের খবর আসে গোপন সূত্রে।

Nadia News : সাতসকালে BJP পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার সকেট বোমা, আতঙ্কিত এলাকাবাসী
এবার সেই সূত্র ধরে এদিন দুপুরে ওই লজে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ। সেখানেই TMC নেতা সহ এক মহিলাকে দেখা যায়। এর পরেই হাতেনাতে তাদের ধরে ফেলে। যদিও তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযুক্ত শান্তিপুর থানার ফুলিয়া এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে, গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নদীয়া দক্ষিণের BJP নেতৃত্ব।

Nadia News : ঠিক যেন সিনেমা! গাড়ি নিয়ে বেরিয়ে অপহৃত যুবক, দুর্ধর্ষ অভিযানে উদ্ধার করল পুলিশ
জেলায় মাঝেমধ্যেই মধুচক্রের কথা উঠে আসে। গোপন সূত্রে ধরে শান্তিপুর এলাকায় গজিয়ে ওঠা মধুচক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। এই সব বেআইনি মধুচক্র বন্ধের ব্যাপারে কোমড় বেঁধে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। প্রসঙ্গত, কয়েক মাস আগেই মধুচক্রের হদিশ মেলে পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে অফিসে মধ্যে মধুচক্রের আসরের সন্ধান মেলে। রাতের অন্ধকারে ওই পঞ্চায়েত অফিসে অবৈধ কাজকর্ম চালানোর অভিযোগ তোলেন স্থানীয় গ্রামবাসীরা।

Nadia News : ‘আমি ঘৃণা করি যারা সরকারের পা চেটে চলে’! আক্রান্ত কবি!

বিষয়টি নিয়ে ওই এলাকায় গোকুলনগরে বিক্ষোভ দেখায় বিজেপি। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরা অভিযোগ করেন, রাতে ওই গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে তালা বন্ধ করে কিছু পঞ্চায়েত কর্মী মদ্যপ অবস্থায় বাইরে থেকে মহিলা কর্মী সেখানে অবৈধ কাজকর্ম চালান। গোটা ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। ঘটনার পর ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version