ডেঙ্গির চোখ রাঙানি বাড়ছে নদিয়া জেলাতে। কপালে ভাঁজ পড়েছে জেলা স্বাস্থ্য দফতরের। এবার নদিয়া জেলার শান্তিপুরে একই ওয়ার্ডে ৬ জন ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলল। বিশেষ পর্যবেক্ষণে স্বাস্থ্য দফতরে আধিকারিকরা।

Nadia News : লজে পুলিশ, মধুচক্রের আসরে হাতেনাতে ধরা পড়লেন TMC নেতা
জানা গিয়েছে, ইতিমধ্যে নদিয়া জেলার রানাঘাটে প্রতিদিনই বাড়ছে হু হু করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে। এবার নদিয়ার শান্তিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ৬ জন ডেঙ্গি আক্রান্ত হয়। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ শান্তিপুর পুরসভার। নদিয়া জেলায় ৭০৩ এখনও সংক্রমিত, যা শীর্ষে সারা রাজ্যে। আবার পুর ও পঞ্চায়েত সমিতি এলাকার হিসেব অনুযায়ী রানাঘাট পুরসভা ৫৭ জন এবং রানাঘাট ব্লক-১ ১৬ জন আক্রান্ত হয়েছেন।

Nadia News : রেলগেট তুলে দিতে জোরাজুরি! রাজি না হওয়ায় রেলকর্মীকে বেধড়ক মার দুষ্কৃতীদের
এদিন এক নম্বর ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে আসে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা, সঙ্গে ছিলেন পুরসভার পুর আধিকারিকরা। ওই ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি জমে থাকা জল ও জলাশয় জায়গাগুলিতে গিয়ে মশার লার্ভা নিধনে করলেন কীটনাশক স্প্রে। এছাড়াও প্রত্যেকটি বাড়িতে গিয়ে সচেতন করলেন মানুষদের।

Nadia News : সাতসকালে BJP পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার সকেট বোমা, আতঙ্কিত এলাকাবাসী
এ প্রসঙ্গে শান্তিপুর পুরসভার প্রতিনিধিরা জানিয়েছেন, ডেঙ্গির উপদ্রব বাড়তেই বিশেষভাবে পদক্ষেপ নেয় শান্তিপুর পুরসভা। প্রত্যেকটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা হয়, কিন্তু এখনও অনেক মানুষ অসচেতন। অনেকের বাড়িতে লক্ষ্য করা যাচ্ছে ফুল গাছের টপ, ডাবের খোলা, এবং যেকোনো পাত্রে জমে রয়েছে জল।
আর সেই জলেই জন্মাচ্ছে মশার লার্ভা, আর সেখান থেকেই বাড়ছে মশার উপদ্রব। তাই ডেঙ্গি প্রতিরোধে শুধু পুরসভা কে দায়িত্ব নিলে হবে না, সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে, এবং নিজের বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলেই ডেঙ্গির হাত থেকে আমরা সকলেই রক্ষা পাব।

Dengue Cases: রাজ্যে ডেঙ্গির থাবা ধরাচ্ছে ভয়!

প্রসঙ্গত, গত সপ্তাহেই নদিয়া জেলার রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন ২১ জন ডেঙ্গি আক্রান্ত রোগী। ৫০ জন জ্বর নিয়ে ভর্তি হন রানাঘাট মহকুমা হাসপাতালে। ডেঙ্গি মোকাবিলায় তৎপর হয় রানাঘাট হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরdeসাফাইয়ের কাজ শুরু করে দেওয়া হয়। জমা জল ও আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে বলে জানান হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী।
রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে সরব হয়েছে বিরোধীরা। রাজ্য সরকার এবং একাধিক পুরসভা সঠিক নিয়মমতো ডেঙ্গি মোকাবিলা করায় ব্যর্থ হচ্ছে বলে সরব হয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এমনকি বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয় বিধানসভা অধিবেশনেও। যদিও, ডেঙ্গি নিয়ন্ত্রণে সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version