যানজট মোকাবিলায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে বর্ধমান শহরের ভিতর দিয়ে বাস চলাচল বন্ধ হয়ে গেল। নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যেই কড়া হয়েছে জেলা প্রশাসন, চলছে অভিযান। আর এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন শহরবাসী, যাত্রী ও বাসকর্মীরা। গত বছরের সেপ্টেম্বর মাসে বর্ধমান শহরের মূল অংশের ভিতর টাউন সার্ভিস আর স্কুল বাসই শুধু চলবে বলে হাই কোর্টের বিচারপতি (সিঙ্গল বেঞ্চ) নির্দেশ দিয়েছিলেন।

সেই নির্দেশের বিরুদ্ধে বড়শুল, মেমারি, খণ্ডঘোষের বাস মালিকদের একাংশ ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। গত সপ্তাহে রাজশেখর মান্থা ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগের রায়কেই বহাল রাখেন। এই নির্দেশের ফলে বর্ধমান শহরের ভিতর দিয়ে যাওয়া আরামবাগ, বাঁকুড়া, মেমারি, বড়শুল, খণ্ডঘোষ, রায়নার বিভিন্ন ছোট ও বড় রুটের বাস আর ঢুকবে না।

Matigara Bus Stand : শিলিগুড়ির যানজট কমাতে বড় পদক্ষেপ! মাটিগাড়াতে তৈরি হচ্ছে বাস টার্মিনাস
সেই রায় কার্যকর করতে মঙ্গলবারই পরিবহণ দফতর ও পুলিশ যৌথভাবে উল্লাসের আলিশা বাসস্ট্যান্ডে অভিযান চালায়। জেলা পরিবহণ দফতরের অতিরিক্ত পরিবহন আধিকারিক (এআরটিও) সুপ্রভাত দাস বলেন, ‘শহরের যানজট মোকাবিলায় পূর্বেই হাইকোর্ট এই রায় দিয়েছিল। কিন্তু তারপর আবারও পালটা কেস হয়। গত ২৬ জুলাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পূর্বের রায়ই বহাল রাখে। সেই নির্দেশ কার্যকর করতে ও রুট ঠিক করে দেওয়ার জন্যই আজ অভিযান চালানো হয়। বাসগুলি যাতে হাই কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট রুটে যাতায়াত করে সেটাই বলা হচ্ছে।’

Justice Abhijit Ganguly : ‘… কাজ করতে অপারগ’, পর্ষদ চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এদিকে, শহরের ভিতর বাস ঢোকায় বাধা পড়তেই ভোগান্তির মুখে পড়েন অনেক যাত্রী। নিত্য যাত্রীদের অভিযোগ, এই নির্দেশের ফলে একদিকে যেমন খরচ বাড়বে তেমনিই সময়ও অপচয় হবে। এক বাসযাত্রী বলেন, ‘এর ফলে সরাসরি বাসে চাপতে পারব না। টোটো ধরে সেই জাতীয় সড়কে গিয়ে বাসে চাপতে হবে।’

অন্যদিকে এক বাসকর্মী অভিযোগ করা বলেন, ‘এই নির্দেশের ফলে বাসের রুট ছোট হয়ে যাচ্ছে। তাই খরচ উঠবে না, লোকসান হবে। সংসার চালানো দায় হয়ে পড়বে। মালিক তো আর কথা শুনবেন না।’ যদিও যানজট মোকাবিলায় আদালতের দেওয়া নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন শহরের একাংশ।

Recruitment Scam In West Bengal : পুরসভা নিয়োগ দুর্নীতিতে নজরে শান্তিপুর, আধিকারিকদের তলব CBI-এর
অন্যদিকে বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক জানকীরঞ্জন সিনহা বলেছেন, ‘যানজট মোকাবিলায় ও দুর্ঘটনা এড়াতে নেওয়া এই সিদ্ধান্ত সঠিক। আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। এর ফলে বর্ধমান শহরের ভিতরে যানজট অনেক কমে যাবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version