এই সময়, রাজারহাট: সামাজিক মাধ্যমে এক বান্ধবীর সাথে মাত্র কুড়ি দিনের আলাপে আসানসোল থেকে নিউ টাউনে ছুটে এসেছিলেন বছর তিরিশের এক যুবক। ওই যুবক উঠেছিলেন নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে। গত ২৫ জুলাই সেখানেই বান্ধবীর সঙ্গে দেখা করেন ওই যুবক। রাতে একসঙ্গে খানিকটা গল্পগুজব, খাওয়া-দাওয়া, মদ্যপানও করেন তিনি। সকালে ঘুম থেকে উঠতেই দেখেন রুম ফাঁকা, বান্ধবী নেই। খোয়া গেছে নগদ ত্রিশ হাজার টাকা, গলার চেন, হাতের আংটি, দামি ঘড়ি, মোবাইল এবং বেশ কিছু এটিএম কার্ড।

New Town : জন্মদিনের পার্টিতে শ্লীলতাহানি, গ্রেফতার জিম ট্রেনার
এই ঘটনায় ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রতারিত যুবক। সেই ঘটনার তদন্তে নেমে পিউ রায় ও কণিকা বিশ্বাস নামে দুই তরুণীকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। ধৃত দুই তরুণী টালিগঞ্জের একটি আবাসনে ছিলেন, সেখানেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, দুই তরুণীর বয়স ৩০-এর মধ্যে। তাঁরা মূলত সামাজিক মাধ্যমে ফেক অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বের ফাঁদ পেতে টাকা পয়সা হাতিয়ে নেন।

Lovers Fraud: প্রেমের ফাঁদে ফেলে সহবাস, প্রেমিকাদের নথি ব্যবহার করে লোন! লাখ লাখ টাকার প্রতারণায় ধৃত আইটি কর্মী
পুলিশ সূত্রে খবর, আসানসোলের বাসিন্দা ওই যুবক এলাকার এক নামী ব্যবসায়ী। কাজের মধ্যেই সামাজিক মাধ্যমে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। তরুণী তাঁকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দেন। বলেন কলকাতার কোনও হোটেলে দেখা করতে। প্রতারিত যুবক পুলিশকে জানিয়েছেন অনেকটা মদ্যপান করার পর তিনি বেহুঁশ হয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার রুম ফাঁকা এবং নগদ টাকা পয়সা ছাড়াও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version