নন্দীগ্রাম থেকে গ্রেফতার আরও এক BJP নেতা। আগ্নেয়াস্ত্র মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত নেতার নাম শ্যামাপ্রসাদ মাইতি। গোপন ডেরা থেকে ওই BJP নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। কী করে তার কাছে আগ্নেয়াস্ত্র এল তার তদন্ত করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র মামলায় নন্দীগ্রাম মণ্ডল তিনের বিজেপির মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতিকে গ্রেফতার করেছে খেজুরি থানার পুলিশ। এর আগে ওই এলাকা থেকে ধৃত আরও দুজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই BJP নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Nandigram Railway Project : মমতার স্বপ্নের প্রকল্প! নন্দীগ্রামে রেলপথ এবার বাস্তবায়নের পথে, কী জানাল রেল?
সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্রসহ খেজুরি থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে। খেজুরি 2 নম্বর ব্লকে বিজেপির ডেপুটেশন কর্মসূচি শেষের পরে দুই নম্বর ব্লক কার্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আগ্নেয়াস্ত্র মামলায় পুলিশ মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতির নাম পায়।

Nandigram : পঞ্চায়েত নির্বাচনের মুখেই ছুটিতে গিয়েছিলেন, নন্দীগ্রাম থানার আইসিকে বদলির নোটিশ
এরপরেই মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতির খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। আগ্নেয়াস্ত্র রাখা কিংবা যোগানের যোগসূত্র পায় পুলিশ বলে জানা গিয়েছে। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে গোপন ডেরা থেকে তাকে খেজুরি থানার পুলিশ গ্রেফতার করেছে। ওই BJP নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

TMCP Foundation Day : TMCP-র শীর্ষপদে সিভিক ভলান্টিয়ার! নন্দীগ্রামে হইচই
উল্লেখ্য, নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের একাধিক নেতা কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে দাবি কণিষ্ক পাণ্ডাকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর নন্দীগ্রাম থেকে আরও এক BJP নেতা গ্রেফতার হল।

Kunal Ghosh in Nandigram : ‘২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করুন’! হাতঘড়ি দেখিয়ে কুণাল যেন অনুব্রত

তৃণমূলের জেলা সম্পাদক ছিলেন কণিষ্ক পাণ্ডা। শুভেন্দু অধিকারীর অনুগামী বলেই তাঁকে মানা হয় জেলায়। এমনকি, গত বিধানসভা নির্বাচনের সময় ‘আমরা দাদার অনুগামী’ প্রচার পর্বের হোতা ছিলেন এই কণিষ্ক পাণ্ডা। তাকে গ্রেফতার পরেই রাজনৈতিক গুঞ্জন শুরু হয়ে যায় জেলায়। এরপর আরও এক BJP নেতাকে নন্দীগ্রাম থেকে গ্রেফতার করা হল। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ভাবে গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেছে স্থানীয় BJP নেতৃত্ব।
তবে একের পর এক BJP নেতা গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে। এর আগে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের একাধিক বিজেপি নেতাকে আদালতের রক্ষাকবচ দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন। রক্ষাকবচ থাকার কারণেই পুলিশ অনেককে অপরাধ করার পরেও গ্রেফতার করতে পারছে না বলে দাবি করেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version