রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে শো কজ নোটিশ পাঠানোর কেন্দ্রের কাছে দরবার শুভেন্দু অধিকারীর। একজন আইএএস অফিসার হয়ে তিনি নীতি বিরুদ্ধ কাজ করেছেন বলে দাবি BJP বিধায়কের। এমনকী অবসরকালীন সুবিধা রদ করার ব্যাপারেও আবেদন জানাবেন বলে জানান শুভেন্দু।

Suvendu Adhikari : &amp#39;উনি চান না বাংলায় চাকরি হোক…&amp#39;, রাজ্যে কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর
ঘটনার সূত্রপাত, মুখ্যমন্ত্রীর একটি সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে। বুধবার রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন। সেই বৈঠকে কেন্দ্রের আর্থিক হ্রাস-বৃদ্ধি এবং তার সঙ্গে রাজ্যের আর্থিক বিষয় নিয়ে মন্তব্য করেন মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। সেক্ষেত্রে কেন্দ্রের আর্থিক ব্যবস্থাপনা এবং পরিসংখ্যান দিয়ে কিছু ত্রুটির বিষয়ে উল্লেখ করেন মুখ্য সচিব।

Suvendu Adhikari : শুভেন্দুর &amp#39;নৃত্যে&amp#39; নয়া মাত্রা তৃণমূল-বিজেপি নিত্যদ্বন্দ্বে
এখানেই আপত্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘কেন্দ্রীয় সরকারের দেওয়া এক্সটেনশন পেয়ে কাজ করছেন তিনি, ফলত তিনি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। তিনি নিজের কর্মজীবনের যাবতীয় শর্ত না মেনে কেন্দ্রীয় সরকারের বিরোধী মন্তব্য করেছেন। যা নিয়ম-বহির্ভূত।’ একজন আইএএস পদস্থ অফিসার এভাবে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি নিয়ে প্রকাশ্যে নিন্দা করতে পারেন না বলে জানান তিনি।

Suvendu Adhikari Chandrima Bhattacharya : রাজ্যের বকেয়া টাকা নিয়ে বাগযুদ্ধ চন্দ্রিমা-শুভেন্দুর
শুভেন্দু এদিন বলেন, ‘আমি কেন্দ্রীয় সরকারের তিনটি মন্ত্রকে চিঠি পাঠিয়েছি। আমি রাজ্যের মুখ্যসচিবকে শো-কজ়ের দাবি জানিয়েছি। সঙ্গে অবসরের পর তাঁর সমস্ত সুযোগ-সুবিধা যাতে কাটছাঁট করা হয়, তা-ও জানিয়েছি।’ এদিন সাংবাদিকদের সামনে একটি ভিডিয়ো তুলে ধরেন শুভেন্দু অধিকারী। সেই ভিডিয়োতে মুখ্য সচিবের বক্তব্য তুলে ধরেন তিনি।

Suvendu Adhikari on Coochbehar Incident : ‘পশ্চিমবাংলায় মাতৃশক্তি-বালিকা-কিশোরীরা অরক্ষিত’

বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের ডিওপিডি সচিব, ক্যাবিনেট সচিব এবং অর্থ সচিবকে চিঠি পাঠিয়েছেন বলেও জানানো হয়। তাঁর কথায়, কেন্দ্রীয় ক্যাডার হয়ে তিনি নিয়ম বহির্ভূত কাজ করেছেন। কেন্দ্রের ঋণ নিয়ে এরকম মন্তব্য তিনি করতে পারেন না। আদতে তিনি, রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে কাজ করেছেন বলে জানান শুভেন্দু।
বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের পর বিষয়টি সাংবাদিকদের সামনে উত্থাপন করেন বিরোধী দলনেতা। পাশাপাশি, রাজ্য সরকারের কর্ম সংস্থানের ত্রুটি নিয়েও নিন্দা প্রকাশ করেন তিনি। তাঁর মন্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী চান না রাজ্যের লোকেদের চাকরি হোক। বিষয়টি বলতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়টি তুলে আনেন বিরোধী দলনেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version