ইব্রাহিম আর পলক কি বলিউডের নেক্সট জোড়ি? নবাবী রক্ত ইব্রাহিম আলি খানের শরীরে। কম বয়সের সইফের চেয়ে আরও বেশি চোখা ইব্রাহিম (Son of Saif Ali Khan) বলে মনে করে অনেকে। আসলে ৩০ বছর আগে সইফ যখন ডেবিউ করেন। তখন যুগটাই যে আলাদা ছিল… তবে যুগ যাই হোক না কেন, এমন হ্যান্ডসাম হাঙ্কের অপেক্ষায় বলিউড সবসময় থাকে। কার বিপরীতে ডেবিউ করবেন ইব্রাহিম?হ্যাঁ, পলক তিওয়ারি হতেই পারেন। রিল লাইফে এক ফ্রেমে ধরা না দিলেও নবাব পুত্তুরের সঙ্গে প্রায়ই দেখা যায় পলককে। watch the entertainment video.