গত ৩১ তারিখ বিকেলে BJP নেতা শঙ্কুদেব পণ্ডা তৃণমূল সাংসদ নুসরত জাহানের নামে ফ্ল্যাট সম্পর্কিত দুর্নীতির অভিযোগ করেন ED-র কাছে। ঠিক তার কয়েকদিন পর এদিন ED দফতরে উপস্থিত হন বিধান নগর পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনহা রায়। তিনি BJP সাংসদ লকেটের বিরুদ্ধে তদন্তে নামার জন্য ED-র কাছে আবেদন করেন।
তুলসী সিনহা রায় বলেন, “আজকে আমরা আইনজীবী এবং সমাজকর্মীদের তরফ থেকে তদন্তের আবেদন নিয়ে এসেছি। সম্প্রতি বিভিন্ন তদন্ত করছে ED। আমরাও নিরপেক্ষ তদন্ত চাইছি। রোজভ্যালি চিটফান্ডের সুবিধা পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর আয়ের সঙ্গে সংগতি বিহীন সম্পত্তি নিয়ে যাতে তদন্ত হয় সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি। আমরা চাই ED তদন্ত করুক। প্রয়োজনে আমরা সাহায্য করব।”
তিনি আরও বলেন, “রোজভ্যালিকাণ্ড নিয়ে যখন ED তদন্ত করছে সেক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায় এর বাইরে কেন! আমাদের আবেদন এই মামলায় তাঁর দিকটিও খতিয়ে দেখা হোক। নিরপেক্ষ তদন্তের আবেদন করলাম।” এখনও পর্যন্ত এই মামলায় লকেট চট্টোপাধ্যায় নিজে কোনও মন্তব্য করেননি।
তবে BJP-র রাজ্য নেতৃত্বের একাংশ গর্জে উঠেছে। তাঁদের দাবি, নুসরতের বিরুদ্ধে অভিযোগের পরেই নেহাত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এর কোনও ভিত্তি নেই। নিজেদের সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে নজর ঘোরানোর জন্যই এই অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২৪ সালে মানুষ ভোটবাক্সে এই ধরনের পদক্ষেপের পালটা জবাব দেবে বলে দাবি BJP-র।
যদিও তৃণমূলের স্পষ্ট দাবি, আলাদা করে রাজনৈতিক স্বার্থ আসার এখানে প্রশ্নই ওঠে না। তাঁরা শুধুমাত্র সত্যিটাকে সামনে আনতে চাইছেন এবং নিরপেক্ষ তদন্ত চাইছেন। আর সেই কারণেই এই অভিযোগ করেছেন তাঁরা।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এখন দেখার এই ঘটনার প্রেক্ষিতে ঠিক কী প্রতিক্রিয়া দেন লকেট চট্টোপাধ্যায়!