রেশনে বিলি হচ্ছে প্লাস্টিক চাল! এই নিয়ে ধুন্ধুমার বিক্ষোভ জেলায় জেলায়। এক আগে বিভ্রান্তি কাটাতে পোস্টার দেওয়া হলেও এবার উঠছে গুণমাণ নিয়ে প্রশ্ন। সত্যিই রেশনে যেসব খাদ্যসামগ্রী অর্থাৎ চাল-গম যা দেওয়া হচ্ছে তা কী সঠিক গুণমাণের? রেশনে দেওয়া হচ্ছে যে চাল তা কি প্লাস্টিকর। বিধানসভায় প্রশ্নের মুখে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাঁকে প্রশ্নোত্তর পর্বে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল রেশনের চাল-গমের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন।

বিধানসভার ভরা কক্ষে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক প্রশ্ন তোলেন, ‘রেশনের চাল-আটা নিয়ে প্রচুর অভিযোগ আসছে। চালে নাকি প্লাস্টিক পাওয়া যাচ্ছে? সেটা নিয়ে কি খাদ্য দফতর কোনও তদন্ত করবে কি?’ জবাবে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন চাল নিয়ে মানুষের মধ্যে একটা ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। রেশনে অর্থাৎ গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে জনসাধারণের জন্য পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণের জন্য বলা হয়েছে। সেই লক্ষ্যেই পুষ্টিযুক্ত ফর্টিফায়েড চাল বিলির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই চালের সঙ্গে প্লাস্টিকের অনেকটা মিল রয়েছে। তাই খালি চোখে অনেকসময় ওই সাদা চালকে প্লাস্টিকের চাল ভেবে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ বলে দাবি খাদ্যমন্ত্রীর।
Ration Card : রাজ্যে দু’কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় এই নিয়ে অনেক রেশন দোকানে চাল নিতে এসে জনতার ক্ষোভের প্রকাশ ঘটেছে। এই বিভ্রান্তি দূর করতে প্রচার চালানো হচ্ছে বলেও জানিয়েছেন রথীন ঘোষ। মানুষের সন্দেহ দূর করতে প্রতি রেশন দোকানে ফর্টিফায়েড চাল অর্থাৎ সাদা চাল সম্পর্কে বিস্তারিত জানিয়ে পোস্টার মারার কাজ চলছে। খাদ্য মন্ত্রী জানান, এই চাল পুষ্টিগুণের দিক থেকে এগিয়ে এবং সম্পূর্ণ নিরাপদ। খাদ্যমন্ত্রী জানান, এই ফর্টিফায়েড চাল সাধারণ চালের থেকে তুলনামূলক ভাবে বেশি সাদা। পালিশ করা থাকে বলে চকচকে হওয়ায় প্লাস্টিক বলে মনে করেন অনেকে।
Beer Day 2023 : কলকাতায় বিয়ার পান শুরু হয় ব্রিটিশদের উদ্যোগেই, উল্লাসের আগে জানুন ‘বিয়ার কাহিনি’

এছাড়া প্রশ্নোত্তর পর্বেই খাদ্যমন্ত্রী এক প্রশ্নের জবাবে স্পষ্ট করেন রেশনে কত কেরোসিন দেওয়া হবে। তিনি জানান, গ্রামে কার্ড পিছু ১ লিটার ও শহরে কার্ড পিছু আধ লিটার কেরোসিন দেয় কেন্দ্র। একইসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাা অনুযায়ী দুয়ারে রেশন গত বছরের ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, রাজ্যে এই মুহূর্তে রেশন উপভোক্তার সংখ্যা ৮ কোটি ৮০ লক্ষ। ৯৯ শতাংশ ক্ষেত্রে রেশনের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ সম্পন্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version