বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি এবার বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়ায় উদ্যোগী হল রাজ্য বিদ্যুৎ দফতর। সল্টলেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের অফিসে WBPDCL-এর তরফ থেকে দুটো প্রকল্পের উদ্বোধন করা হয়। এই দুটো প্রকল্প উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন দফতরের সকল আধিকারিকগণ।

দুটি প্রকল্পের নাম হল, ‘বিনামূল্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শবর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধি’ ও ‘WBPDCL-এর সাগরদিঘী তাপবিদ্যুৎ প্রকল্পে লেওনের (উপহ্রদের) মাধ্যমে ছাই মিশ্রিত জলের পুনঃসঞ্চালন এবং পুনরুদ্ধারের ব্যবস্থা’।

Handicrafts of West Bengal : গ্রামীণ কর্মসংস্থানে জোর, উত্তরবঙ্গের প্রথম হস্তশিল্প হাব হচ্ছে মালদায়
শিল্পকে বাঁচাতে গেলে সমাজের সাথে একাত্মীকরন প্রয়োজন। এরই অঙ্গ হিসাবে WBPDCL তার CSR কার্যক্রমের অংশ হিসেবে তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে স্থানীয় বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি করার একটি উদ্যোগ শুরু করেছে। স্থানীয় যুবক-যুবতীরা সঠিক ভাবে দক্ষ হলে এবং এই বিষয়ে যথাযথ সার্টিফিকেট পেলে বিভিন্ন শিল্পে তাঁদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

উপযুক্ত মানের দক্ষতা এবং সারা ভারতে গ্রহণ যোগ্য যথাযথ শংসাপত্র প্রদান করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের সহযোগিতা নেওয়া হচ্ছে। যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার সময় অনেক লোকের জমি নেওয়া হয়েছে, তাই সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রের জমিহারা পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Government Scheme: দক্ষিণেও লক্ষ্মীর ভান্ডার? গৃহলক্ষ্মী স্কিমে মহিলারা পাবেন মাস প্রতি 2000 টাকা
সম্ভাব্য প্রশিক্ষণার্থীরা যেহেতু একটি উল্লেখযোগ্য সময়ের জন্য প্রশিক্ষণে নিযুক্ত থাকবেন, তাই বৃত্তি এবং পরিবহন ভাঙা হিসাবে সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হবে যাতে তাঁদের পরিবারগুলি এদের প্রশিক্ষণ চলাকালীন কোনোরূপ ক্ষতিগ্রস্থ না হয়।

ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্যারামিটারের অধীনে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে দুটি ITI যথা ITI, সিউড়ি এবং ITI বহরমপুর কোর্সের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। নিম্নলিখিত আটটি (৮) ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে –

১. সহকারী ইলেকট্রিশিয়ান — নির্মাণ
২.ফিটার যান্ত্রিক সমাবেশ
৩. সহকারী ইলেকট্রিশিয়ান ঘরোয়া সমাধান
৪. সহকারী সার্ভেয়ার
৫. ইনস্টলেশন মেরামত ও রক্ষণাবেক্ষণ (গৃহস্থালী যন্ত্রপাতি)
৬. প্রচলিত মিলিং অপারেটর
৭. গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং
৮. আসবাবপত্র এবং ফিটিং

Shilper Samadhane : বেকারের সংখ্যা কমাতে অভিনব উদ্যোগ! বারাসতে ‘শিল্পের সমাধান’ শিবিরে উপচে পড়া ভিড়
এই বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে প্রতি মাসে ৬,০০০ টাকা বৃত্তি এবং প্রতি মাসে ১,০০০ টাকা পরিবহণ ভাতা দেওয়া হবে।ITI-তে কোর্স এবং মূল্যায়ন সফলভাবে সমাপ্ত করার পরে, প্রশিক্ষণার্থীরা একটি জাতীয়ভাবে স্বীকৃত শংসাপত্র পাবেন।’

এই উদ্দেশ্যে পৃথক আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে। এই বিষয়ে বিপুল সাড়া পাওয়া গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version