পর্যটকদের মধ্যে খানিক ভয়, চিন্তার ভাঁজ জেলা প্রশাসনের কর্তাদের কপালেও। দিঘায় দেখা মিলেছে, বিষাক্ত সামুদ্রিক সাপের। যা কামড়ালে অবশ্যাম্ভাবী পক্ষাঘাত। প্রথমে কিডনি বিকল হয়, তারপর হার্ট। সর্প বিশেষজ্ঞদের দাবি, ‘অ‌্যান্টি স্নেক ভেনাম’ এই সাপের কামড়ে কোনও কাজ করে না। চিকিৎসকরদের একটা অংশও কিন্তু সে কথা মানছেন। ফলে দিঘার নতুন এই ত্রাসকে নিয়ে সবমহলে আতঙ্ক ছড়িয়েছে। যদিও প্রশাসনের একটা বড় অংশের দাবি, আতঙ্কর খুব বেশি প্রয়োজন নেই। তবে প্রয়োজন সচেতনতার।

সাপের নাম-পরিচয়
দিঘার এই নতুন ত্রাসের নাম, ইয়েলো বেলিড সি-স্নেক। বৈজ্ঞানিক নাম ‘পেলামিস প্ল‌্যাটুরাস’। আড়াই থেকে তিন ফুটের হয় এই সাপ। লেজ নৌকোর দাঁড়ের মতো চ‌্যাপ্টা! আরব সাগরে দেখা মেলে এই সাপের। এর বিষে পেশি অকেজো করে দেয়। একে একে কিডনি, হার্ট বিকল হতে থাকে। দেখতে যতটা সুন্দর আদতে ততটাই ভয়ঙ্কর। তবে সর্প বিশেষজ্ঞদের একাংশের দাবি, আদতে এই সাপ খুবই শান্ত প্রকৃতির, যার কামড়ের রেকর্ডও বেশ কম।

Digha Beach : প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, বিপত্তি এড়াতে কি তৈরী দিঘা


কী বলছে বনদফতর?
এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের DFO অনুপম খান এই সময় ডিজিটাল-কে বলেন, ‘আমরা নিজে চোখে এই সাপ এখনও দেখিনি। তবে যে ভিডিয়োতে অনেকেই এই সাপ দেখেছেন, তা আমরাও দেখেছি। নিঃসন্দেহে সমুদ্রের সাপের ক্ষেত্রে বিষ কিছুটা বেশি থাকে। আমরা মানুষকে সচেতন করছি। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সঙ্গেও কথা বলছি। যদিও খুব ভয়ের কিছু নেই, নিজে থেকে সাপকে কেউ উত্যক্ত না করলে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা কম। মাটির উপরেও তো সাপ রয়েছে। সেক্ষেত্রে যেরকম সচেতন থাকতে হয়, এক্ষেত্রে তা থাকতে হবে।’

Tajpur Beach : তাজপুরের নয়া আকর্ষণ লাইটহাউজ, টিকিটের দাম কত জানেন?
কী বলছে প্রশাসন?দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস কুমার মণ্ডল এই সময় ডিজিটাল-কে বলেন, ‘বন দফতরের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদেরকে নিয়ে আমরা কয়েকদিনের মধ্যে দিঘা এলাকা জুড়ে সচেতনতার প্রচার শুরু করব। আমরা পর্যটকরা যাতে সাপ জীবজন্তুদের মারধর না করে সেদিকে যেমন সচেতন করব, তেমনই পর্যটকদের সচেতন করা হবে যাতে তাঁরাও অহেতুক ভয় না পায়। এই ধরনের বিষধর সাপ নিয়ে কিছুটা চিন্তা আমাদের তো থাকছেই।’

Home Stay Darjeeling : পাহাড়ের হোম স্টে সংক্রান্ত তথ্য নিয়ে চালু হচ্ছে অ্যাপ, পর্যটকদের মুশকিল আসান হবে সহজেই
কী বলছেন হোটেল মালিকরা?দিঘা হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরাও বিষয়টি জানতে পারি। তবে সাপটির দেখা মেলেনি। বিভিন্ন প্রান্তের মানুষ সাপটির বিষয়ে জানার চেষ্টা করছে। দিঘায় আসার আগে পর্যটকরা আমাদের কাছ থেকে নানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে, তাঁদের আমরা সঠিক তথ্য দিতে পারছি না। অনেকে ভয়ও পাচ্ছেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক আমরা এটাই চাইব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version