Bhootnath Temple: রবিবার তারকেশ্বরের পর সোমবার ভূতনাথ মন্দিরে মহাদেবের শরণে উপস্থিত অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে থিকথিকে ভিড় ভূতনাথ মন্দিরে। কলকাতার এই মন্দিরে শ্রাবণ মাসে উপছে পড়ে ভিড়। থিকথিকে ভিড়ের মধ্যেই এদিন সকালে শিবের মাথায় জল ঢালতে সেখানে হাজির হন রুজিরা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা আগমনকে কেন্দ্র করে সোমবার ভূতনাথ মন্দিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ মানুষের ভিড় সরিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে প্রার্থনা করেন অভিষেক জায়া। গতকালের মতো এদিনও একাই তিনি গিয়েছিলেন মন্দিরে। পরিবারের মঙ্গল কামনায় এদিন শিবের আরাধনা করতে দেখা গিয়েছে তাঁকে বলে খবর। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুণ্য তিথিতে মনস্কামনা পূরণে শিবলিঙ্গের মাথায় জল ঢালেন পূণ্যার্থীরা। গত দুদিনেই শিবপুজোয় মগ্ন হতে দেখা গিয়েছে রুজিরাকে।
Abhishek Banerjee Wife: শ্রাবণে শিব ‘শরণে’ রুজিরা, তারকেশ্বর মন্দিরে পুজো অভিষেক পত্নীর

এই মুহূর্তে চোখের চিকিৎসায় বিদেশে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আরোগ্য কামনায় শিব শরণে অভিষেক পত্নী বলে দাবি নেটিজেনদের। রবিবারই নিউ ইয়র্ক থেকে একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যা নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়।

Abhishek Banerjee: চোখের ট্রিটমেন্টে বিদেশে অভিষেক, সোশ্যাল মিডিয়ায় ছবি মুহূর্তে ভাইরাল!
উল্লেখ্য, আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এদিন সকাল থেকেই সমস্ত শিব মন্দিরে ভক্তদের উপছে পড়া ভিড়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। শ্রাবণ মাসে শুধু তারকেশ্বর মন্দিরেই নয় ভিড় দেখা যায় সমস্ত মন্দিরেরই। ভূতনাথ মন্দিরেও হাজার হাজার পুণ্যার্থীদের ভিড় জমে। শ্রাবণ মাস শিবের জন্ম মাস ধরা হয় আর সোমবার হল শিবের জন্মবার। তাই শ্রাবণ মাসের রবি ও সোমবার ভক্তদের ভিড় উপছে পড়ে মন্দিরে। পুণ্যতিথি মাথায় রেখেই রবিবার তারকেশ্বরের পর সোমবার ভূতনাথে পুজো দেন অভিষেক পত্নী।
Tarakeswar Mandir : কেউ গাঁজার ‘হ্যালে’, কেউ মদের ঘোরে! বাবার মাথায় জল ঢালতে গিয়ে বেসামাল পুণ্যার্থীরা

প্রসঙ্গত, পুরাণে কথিত আছে যে এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন। দেবাসুরের দ্বৈত সমুদ্র মন্থনে অসংখ্য মূল্যবান জিনিসের সাথে উঠে এসেছিল হলাহল বিষ। ওই বিষের ভাগ নিতে কেউই রাজি হয়নি। সেই বিষ পান করে নিজের কন্ঠে ধারণ করে সমগ্র বিশ্বকে রক্ষা করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তাই এই মাস তার জন্য উৎসর্গীকৃত বলে অনেকে মনে করেন। আবার অন্য মতও আছে। সতী দেহত্যাগের পর পার্বতী রুপে জন্ম নেন। এই শ্রাবণ মাসেই শিব ও পার্বতীর পূনর্মিলন ঘটে। অনেকেই মনে করেন এই মাসে শিব মর্ত্যে নিজের শ্বশুর বাড়িতে আসেন। আর তাই ভক্তি আর ভালোবাসা শিব আরাধনায় মেতে ওঠেন মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version