পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে এক নির্দল জয়ী প্রার্থীকে গ্রেফতারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল নদিয়া জেলার রানাঘাটে। শাসক দলের চাপে পড়েই পুলিশ ওই নির্দল প্রার্থীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এই ঘটনায় দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন গ্রেফতার হওয়া নির্দল প্রার্থীর অনুগামীরা।
ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা যায়, ৫ বারের প্রাক্তন প্রধান গোপাল ঘোষ ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। পরিবারের অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই শাসক দলের দুষ্কৃতীরা বিভিন্নভাবে তাঁকে চাপে ফেলার চেষ্টা করে, সেই সঙ্গে সম্পূর্ণ মদত দেয় পুলিশ প্রশাসন।
পরিবারের দাবি, রানাঘাট মিশন গেটের সামনে থেকে পুলিশ নির্দল জয়ী প্রার্থী গোপাল ঘোষকে আটক করে।

Bankura News : BJP-র টিকিটে জয়লাভ, বাঁকুড়ায় বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগ প্রার্থীর
এরপর নিয়ে যায় থানায়। পরিবারের লোকজন যখন থানায় গিয়েছিলেন পুলিশ সরাসরি তাঁদেরকে বলে যতক্ষণ না পর্যন্ত বোর্ড গঠন হচ্ছে গোপাল বাবুকে ছাড়া হবে না অভিযোগ এমনই। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন নির্দল প্রার্থীর অনুগামীরা, শুরু করেন দফায় দফায় বিক্ষোভ। পরিবারের এও দাবি, পঞ্চায়েত নির্বাচনে তিনি ৪০০ ভোটে জয়লাভ করেছিলেন, গোটা গ্রামের মানুষ তাঁকে ঢেলে ভোট দিয়েছিলেন।

কিন্তু তৃণমূল চক্রান্ত করে পুলিশকে দিয়ে তাঁকে আটক করে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, পুরনো একটি মামলায় ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে নির্দলের জয়ী প্রার্থী গোপাল ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের এই দাবি মানতে নারাজ নির্দল প্রার্থীর পরিবার সহ তাঁর অনুগামীরা।

Birbhum News : কংগ্রেসের জয়ী প্রার্থীকে লোভ দেখিয়ে দলে টানল তৃণমূল! অভিযোগ অস্বীকার শাসকদলের
নির্দল প্রার্থীর অনুগামীদের দাবি, মঙ্গলবার বোর্ড গঠন রয়েছে, বোর্ড গঠনের আগে তাঁদের প্রার্থীকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। তাই পুলিশকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, না হলে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দেন অনুগামীরা।

গোপাল ঘোষের পরিবারের এক সদস্য বলেন, ‘উনি বরাবরের তৃণমূল কর্মী। তা সত্ত্বেও এবার তাঁকে টিকিট দেওয়া হয়নি। আর নির্দল হিসেবে দাঁড়িয়ে জিতলেও তাঁকে তৃণমূল সহ্য করতে পারছে না। এত বছর নিষ্ঠাভাবে দল করার এই প্রতিদান।’ যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর তুঙ্গে উঠেছে।

Trinamool Congress : বোর্ড গঠন করতে নির্দল প্রার্থীকে পেতে মরিয়া! দর উঠল ৩০ লাখ টাকা
স্থানীয় এক তৃণমূল নেতা অবশ্য বলেছেন, ‘শুনেছি পুরনো একটি মামলায় উনি গ্রেফতার হয়েছেন। এর সঙ্গে তৃণমূল বা পঞ্চায়েত ভোটের কোনও সম্পর্ক নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version