Panskura News : জলের তোড়ে ভেঙে গেল কাঁসাই নদীর সাঁকো, পাঁশকুড়ায় স্তব্ধ জনজীবন – purba midnapore panskura river pool break down by water current


ব্যাপক জলের তোড়ে ভেঙে গেল কাঁসাই নদীর ওপর তৈরি বাঁশের সাঁকো। যার জেরে বিচ্ছিন্ন দুই পাড়ের যোগাযোগ। ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ডোমঘাটে। এর জেরে পাঁশকুড়া ব্লকের থেকে অপর প্রান্তের বেশকিছু মৌজার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এই বাসের সাঁকো দিয়ে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াত,বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার পর স্তব্ধ দুই প্রান্তের যোগাযোগ।

জানা গিয়েছে, ১২ পরিবারকে নিয়ে তৈরি হয় পাঁশকুড়ার ডোমঘাটে কাঁসাই নদীর ওপরে বাঁশের ওই সাঁকোটি। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম হল ওই সাঁকো। কিন্তু পানার চাপে ও জলের তোড়ে সেই সাঁকোই এবার ভেঙে গিয়েছে। যার জেরে নদীর দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

Paschim Medinipur Rainfall : টানা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল রাস্তা, পারাপারে নৌকাই ভরসা চন্দ্রকোণার গ্রামে
সাঁকো ভেঙে স্তব্ধ জীবন জীবিকা

এই প্রসঙ্গে, শেখ মহম্মদ আলি নামে স্থানীয় এক সমাজসেবী বলেন, ‘এখান থেকে ১৪টি মোজার মানুষ এই সাঁকো দিয়ে পারাপার করেন। ওপাড়ে রয়েছে হাই মাদ্রাসা, হাই স্কুল, পোস্টঅফিস সবই। এখন যাতায়াত পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। জীবন জীবিকা একদম স্তব্দ। এখন ৫ মাস এভাবে চলবে। এর ফলে আশঙ্কাজনক রোগী, বিশেষত সন্তানসম্ভবা মহিলাদের যাতায়াতেও খুব অসুবিধার সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি। এক্ষেত্রে সঙ্কটজনক রোগীদের মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।’

Howrah News : জোয়ারের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩টি বাঁশের সেতু! চরম সমস্যায় হাওড়ার দীপাঞ্চলের বাসিন্দারা
শেখ মহম্মদ আলি আরও জানান, এই নিয়ে আগে বহুবার প্রশাসনকে বলা হয়েছে, পাকা সেতুর দাবিও জানানো হয়েছে। সংবাদমাধ্যমেও এই পরিস্থিতির কথা তুলে ধরা হয়, কিন্তু আজ পর্যন্ত সমস্যার কোনও সমাধান হয়নি বলেই জানাচ্ছেন তিনি।

ঝুঁকি নিয়ে যাতায়াত

সাহাদাত খান নামে আরও এক ব্যক্তির মুখে কার্যত একই কথা শোনা গেল। তিনি বলেন, ‘এখান দিয়ে বহু মানুষের যাতায়াত। এখানে একটা পাকা সেতু দরকার। ১০-১৫ হাজার মানুষ প্রতিদিন পারাপার হন। সাঁকো ভেঙে যাওয়ায় খুবই কষ্ট। বাধ্য হলে নৌকায় দড়ি বেঁধে অন্য নৌকাকে টেনে নিয়ে যেতে হবে। স্কুলের ছাত্রছাত্রীদেরও ঘুরপথে যেতে হয়।’

Rainfall Forecast : সুবর্ণরেখার জলস্তর বৃদ্ধি, ভাঙল ৩ টি ব্রিজ
বর্ষায় শুধু পাঁশকুড়ায় নয়, রাজ্যে বিভিন্ন জায়গা থেকেই এই ধরণের খবর প্রায় প্রতিদিনই উঠে আসতে থাকে। আর প্রায় সবক্ষেত্রেই জনগণের একটাই দাবি, করে দেওয়া হোক পাকা সেতু। কোথাও সেই দাবি পূরণ হয়, কোথাও হয় না। সেক্ষেত্রে যাঁদের দাবি পূরণ হয় না, তাঁদের ভাগ্যে তাকে হতাশা ভোগান্তি ও ঝুঁকি। এখন দেখার এই পাঁশকুড়াবাসীর দাবি পূরণ হয় কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version