পার্থসারথি সেনগুপ্ত
নবান্নে বসেই অত্যাধুনিক ‘ক্লাউড ক্লিনিক হেলথ কিয়স্ক’-এ এ বার থেকে প্রেগন্যান্সি টেস্টের সুযোগ পাওয়া যাবে। প্রসূতির রক্তাল্পতার সমস্যা আছে কি না, তা জানতে ওই যন্ত্রেই রয়েছে হিমোগ্লোবিন টেস্টের সুবিধা। নানা ধরনের ব্লাড টেস্টের পাশাপাশি কোভিড অ্যান্টিজেন ও অ্যান্টিবডি, ওয়েট, টেম্পারেচার, ব্লাড প্রেশার-সহ ৫০টিরও বেশি টেস্টের সুযোগ আছে এই যন্ত্রে। এমনকী কোনও কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলেও সমস্যা নেই।

Nabanna : সরকারি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অত্যাধুনিক যন্ত্র
কারণ, ক্লাউড ক্লিনিকের সঙ্গে রয়েছে রিচার্জেবল ব্যাটারি। একবার চার্জ দিলে ব্যবহারের উপর নির্ভর করে ২৪ থেকে ৪৮ ঘণ্টা টানা কাজ করবে যন্ত্রটি। ‘অফ লাইন ডেটা ফেসিলিটি’-র সহায়তায় ইন্টারনেট ছাড়াও কাজ চালানো যাবে। পরীক্ষার পরেই রোগীর মোবাইলে হোয়াটসঅ্যাপ, এসএমএস বা ই-মেলের মাধ্যমে পিডিএফ ফর্ম্যাটে চলে যাবে রিপোর্ট। থার্মাল প্রিন্টারের মাধ্যমে তা ছেপেও বেরোবে। থাকছে ডিজিট্যাল ডিসপ্লে। নবান্নের ক্লিনিকটি ছোট আয়তনের হওয়ায় ১০ লাখ টাকার ৬ ফুট দীর্ঘ যন্ত্রটি বসানোর জন্য চলছে অতিরিক্ত জায়গার সন্ধান। নবান্ন ছাড়াও এসএসকেএম, কলকাতা পুরসভা, স্বাস্থ্যভবনে শুরু হয়েছে ক্লাউড ক্লিনিক বসানোর কাজ।

Dengue Malaria : এক শরীরে ম্যালেরিয়ারও
আরও কী কী টেস্ট সম্ভব এই যন্ত্রে?
চক্ষু পরীক্ষা, ম্যালেরিয়া, ডেঙ্গি, টাইফয়েড, হেপাটাইটিস বি ও সি, চিকুনগুনিয়া, রক্তে শর্করা, বিলিরুবিন, ক্রিয়েটিনিন, মাইক্রোঅ্যালবুমিন, লিউকো সাইটস,পিএইচ, প্রোটিন, নাইট্রেট, গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন-সহ ডিজিট্যাল হেলথ রেকর্ড বিএমআই, বিএমআর, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন, ভিসেরাল ফ্যাট, বডি ওয়াটার, প্রোটিন, মেটাবলিক এজ, মাসল ও বোন মাস, স্কেলিটাল মাসল, ফ্যাট ফ্রি ওয়েট যন্ত্রে এআই ব্যবহার করে গড়পরতা বাঙালির পুষ্টিকর খাদ্যতালিকাও (মিল প্ল্যান) মিলবে। বিভিন্ন ভবনে যন্ত্রটি পাঠানোও হয়েছে। এ বার ক্লাউড ক্লিনিক পুরোদস্তুর চালু হওয়ার অপেক্ষা। শুধু সরকারি কর্মীদের জন্য নয়, রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় সাধারণ মানুষের জন্যও ব্যাপক ভাবে কাজে লাগানো হবে একে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version