Netaji Subhash Chandra Bose-এর পদধূলি ধন্য মাটি পাড়ি দিচ্ছে দিল্লি। তাঁর পৈতৃক ভিটে সুভাষ গ্রামের মাটি নিয়ে যাওয়া হচ্ছে দেশের রাজধানীতে। ‘Mera Desh Mera Mati’ প্রকল্পের জন্যেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে। সেই ভিটের মাটি দিল্লি পাঠাচ্ছে বিজেপি। BJP সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘আমার মাটি আমার দেশ’ নামে একটি প্রকল্প শুরু হয়েছে। দিল্লিতে তৈরি হচ্ছে অমৃত বাটিকা নামে একটি বাগান।

Suvendu Adhikari : নেতাজির জন্মস্থান নিয়ে বিতর্কে বিরোধী দলনেতা
গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে সেই বাগানে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য প্রাণ দেওয়া পুলিশ বা সেনাদের বাড়ি থেকে এই মাটি সংগ্রহ করা হচ্ছে। সেই উদ্দেশ্যেই এ দিন কোদালিয়ায় সুভাষচন্দ্রের বাড়ি থেকে মাটি সংগ্রহ করা হয়।

Netaji Jayanti : জন্মভিটে কোদালিয়ায় আজও অমলিন নেতাজির স্মৃতি, সাড়ম্বরে পালিত হচ্ছে ১২৬তম জন্মবার্ষিকী
বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি মনোরঞ্জন জোরদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা বৃহস্পতিবার কোদালিয়ায় গিয়ে মাটি সংগ্রহ করে আনেন। পরে মনোরঞ্জন বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের অভিযান আমার মাটি আমার দেশ। রাজধানী দিল্লিতে অমৃত বাটিকা তৈরি হচ্ছে। সারা দেশ জুড়ে সেই মাটি সংগ্রহের কাজ চলছে। আমরা নেতাজির বাড়ি থেকে সংগ্রহ করা মাটি এই মাসের ২৮ তারিখের মধ্যে দিল্লি পৌঁছে দেব।’

Netaji Subhas Chandra Bose : নেতাজির কোদালিয়ায় বাড়ি &amp#39;হেরিটেজ&amp#39; করার আগ্রহ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর
প্রসঙ্গত, গত ৩০ জুলাই এই প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে শহিদ বীরদের শ্রদ্ধা জানানোর জন্য এই নতুন প্রোগ্রাম। তাঁদের সম্মান জানানোর জন্য একটি প্রচার অভিযানের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। নতুন এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ‘মেরি মাটি মেরা দেশ’ (আমার মাটি আমার দেশ)। দেশকে স্বাধীন করার লক্ষ্যে যে সমস্ত বীর সন্তানরা আত্মবলিদান দিয়েছেন, দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের সম্মান ও শ্রদ্ধা জানানো হবে এই প্রোগ্রামের মাধ্যমে।

Netaji Jayanti : কীভাবে জন্মদিন পালন করছে নেতাজির জন্মভিটে?

অমৃত কলস যাত্রা’ প্রকল্পের মাধ্যমে সারা দেশের সব প্রান্তের মাটি জোগাড় করা হবে প্রায় সাড়ে সাত হাজার পাত্রে জড়ো করা হবে সেই মাটি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মাটি একত্রে মিশিয়ে বসানো হবে নতুন গাছের চারা। দিল্লিতে ওয়ার মেমোরিয়ালের কাছে এই ভাবেই ‘অমৃত ভাটিকা’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version