যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু। হস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। মৃত ছাত্রের নাম স্বপ্নদীপ কুণ্ডু। হস্টেল থেকে পড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই পড়ুয়া। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। কীভাবে মৃত্যু হল ওই ছাত্রের তার তদন্ত শুরু করেছে পুলিশ।

App Bike In Kolkata : অ্যাপ বাইক চালকের টাকা নিয়ে ধাঁ যাত্রী
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে এই ঘটনা ঘটেছে। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ। তাঁর বাড়ি নদিয়া জেলায় বাড়ি। বুধবার থেকেই তাঁর প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। যদিও প্রথম দিনেই সে ক্লাসে অনুপস্থিত ছিল বলে খবর। যদিও সে নিজে ঝাঁপ দিয়েছে নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Dengue In Kolkata : শহরে ডেঙ্গি নিয়ন্ত্রণে বাধা ৫৫৮০টি দাবিহীন সম্পত্তি
নদিয়া জেলার বগুলায় বাড়ি ছিল নাম স্বপ্নদীপ কুণ্ডুর। দু’দিন আগেই বিশ্ব্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল ওই পড়ুয়া। যাদবপুর বিশ্ববিদ্যালযয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল সে। হঠাৎ বুধবার রাতে মেন হস্টেলের এ ব্লকের নীচ থেকে তাকে উদ্ধার করা হয়। অন্যান্য ছাত্ররা জানতে পেরে তাঁকে উদ্ধার করে কেপিসি হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

Kolkata Metro : ৩৮ বছর পর দমদম-টালিগঞ্জের মাঝে বসছে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন, এবার আরও দ্রুত ছুটবে মেট্রো
তবে, ছাত্রটি কী ভাবে হস্টেলের উপর থেকে পড়ে গিয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সে নিজে আত্মহত্যা করেছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিন হস্টেলে নিচে তাঁকে পড়ে থাকতে দেখেই ছুটে আসেন আবাসিক পড়ুয়ারা। তাঁরাই ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

Dakshin Dinajpur : উচ্চশিক্ষায় বড় সাফল্য, কুমারগঞ্জ থেকে শিকাগোর পথে আব্দুল

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলা নিয়ে স্নাতক স্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল স্বপ্নদীপ কুণ্ডু। নদিয়া জেলা থেকে এসে যাদবপুরে ভর্তি হয় সে। মেন হস্টেলে তাঁর থাকার ব্যবস্থা হয়। বুধবার তাঁর প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাস ছিল। কিন্তু সেই ক্লাসে সে অনুপস্থিত ছিল বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। কী ভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version